ঢাকা, রবিবার, ২ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগাররা যে একাদশ নিয়ে মাঠে নামছে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৮ ০১:১৩:৪০
উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগাররা যে একাদশ নিয়ে মাঠে নামছে

ফরম্যাটটা যেহেতু ওডিআই তাই টাইগারদের কাছে সমর্থকদের চাওয়াটাও একটু বেশি। কারন ওডিয়াইতে বাংলাদেশ শক্তিশালী দল। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সিরিজ জেতা অসম্ভব কিছুনা। ম্যাশ এবং ফিজ দলের সঙ্গে যোগ দেওয়ায় পেস বোলিং ইউনিট এখন অনেকটাই শক্তিধর। টি২০ এবং টেস্টের পর ওয়ানডেতেও রাহীর অভিষেক অনেকটাই নিশ্চিত।

আর স্পিন বোলিংয়ে সাকিবের সঙ্গে ২য় স্পিনার হিসেবে একাদশে মিরাজের থাকার সম্ভাবনা বেশি। আর সাকিব যদি তিনে ব্যাট না করে তাহলে শান্ত`র অভিষেক হতে পারে। এক্ষেত্রে সৈকতকে হয়তবা একাদশের বাহিরে থাকতে হতে পারে!

তাছাড়া ওয়ানডেতে উইন্ডিজদের সময়টা ভালো যাচ্ছে না। তাই উইন্ডিজদের চলমান খারাপ সময়টার সুবিধা আমাদের নিতে হবে।

প্রথম ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশঃতামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট কিপার), মাহামুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক সৈকত, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে