এই সপ্তাহে পাঁচ সিনেমার জট, মুক্তি পাবে কোন দুটি?
অথচ আসছে ২০ জুলাই মুক্তির মিছিলে যানজট লেগে গেছে সিনেমার! হাস্যকর শোনালেও কথা সত্যি। আগামী শুক্রবারে মুক্তির জন্য প্রচার চালাচ্ছে তিনটি ছবি। সেগুলো হলো রাহশান নূরের ‘বেঙ্গলি বিউটি’, কলকাতা থেকে সাফটায় আসা ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান : দ্য সেভিয়র’।
কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নিয়মে বলা আছে ঈদ উত্সব ছাড়া প্রতি সপ্তাহে প্রেক্ষাগৃহে দুটো করে নতুন ছবি মুক্তি পাবে। এর বেশি কখনই নয়। নতুন ছবির পাশাপাশি যদি কোনো প্রেক্ষাগৃহে পুরনো ছবি চালানো হয়, তাতে কোনো বাধা নেই।
পাশাপাশি যে কোনো ছবি বাংলাদেশের সিনেমা হলে মুক্তি দেয়ার জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশ সমিতিতে মুক্তির তালিকায় নিবন্ধিত হতে হয়। কিন্তু চমকপ্রদ তথ্য পাওয়া গেল সমিতি থেকে। সমিতি বলছে এই তিন ছবির একটিও এখন পর্যন্ত নিবন্ধনের কোনো আবেদন করেনি।
পাওয়া গেল অন্য নতুন দুটি ছবির নাম। সমিতির অফিস সেক্রেটারি সমেন্দ্র চন্দ্র রায় জানান, মুক্তির নিবন্ধন তালিকায় ২০ জুলাই মুক্তি প্রতীক্ষিত ছবি হিসেবে আছে ‘ডিটেকটিভ’ ও ‘ডনগিরি’ নামের দুটি ছবি। সমেন্দ্র চন্দ্র রায় জাগো নিউজকে বলেন, ‘অনেক আগেই ২০ জুলাই মুক্তির জন্য নিবন্ধিত হয়ে আছে জাজ মাল্টিমিডিয়ার অ্যানিমেটেড মুভি ‘ডিটেকটিভ’ ও শাহ আলম মন্ডলের ‘ডনগিরি’। আমরা এই দুটি ছবিই এই সপ্তাহে মুক্তি পাবে বলে জানি। বাকি কোনো ছবির মুক্তির নিবন্ধন আবেদন আসেনি।’
তিনি আরও বলেন, ‘নিয়ম আছে কোনো ছবি সেন্সর ছাড়পত্র পেলেই সেই সার্টিফিকেট নিয়ে মুক্তির তালিকায় নিবন্ধন করা হয়। ‘বেঙলি বিউটি’ ছবিটি আপিল বিভাগ থেকে মুক্তির অনুমতি পেলেও আমাদের এখানে নিবন্ধিত হয়নি। আর ‘সুলতান’ ও ‘ভাইজান এলো রে’ এখনো সেন্সর সার্টিফিকেট পায়নি। পেলে হয়তো নিবন্ধনের আবেদন করবে। তবে কোনোভাবেই নতুন দুটি ছবির বেশি মুক্তি দেয়ার অনুমতি দেয়া হয় না।’
প্রযোজক-পরিবেশক সমিতির নিবন্ধনের বাইরে সিনেমা মুক্তি কী অবৈধ? এই প্রশ্নের জবাবে সমেন্দ্র বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে অবৈধ নয়। তবে সমিতিতে নিবন্ধিত না হলে চলচ্চিত্রটি ‘একঘরে’ হিসেবেই বিবেচিত হবে। ওই ছবির প্রযোজক-পরিচালকরা কখনোই এফডিসি সংশ্লিষ্ট সংগঠনের সুবিধা পাবে না। ছবিটির কোনো তথ্যই থাকবে না কোথাও।’
এদিকে ‘ডিটেকটিভ’, ‘ডনগিরি’সহ নতুন তিন ছবি নিয়ে এই সপ্তাহে মুক্তির মিছিলে দাঁড়ালো পাঁচটি ছবি। কিন্তু নিয়মমতে কেবলমাত্র দুটি ছবিই মুক্তি পাবে। তবে বাদ পড়বে কোন তিনটি?
খোঁজ নিয়ে দেখা গেল, ‘বেঙ্গলি বিউটি’, ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান : দ্য সেভিয়র’- এই তিনটি ছবিই ২০ তারিখে মুক্তি পাবে বলে দাবি করছে ছবিগুলোর কর্তৃপক্ষরা। ‘সুলতান : দ্য সেভিয়র’ ছবিটি বাংলাদেশে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘আমরা ‘সুলতান : দ্য সেভিয়র’ ২০ তারিখেই মুক্তি দেব। সব প্রস্তুতি নেয়া হয়েছে। সেন্সর বোর্ড থেকেও ছাড়পত্র পেয়েছি। আজকালের মধ্যে সার্টিফিকেট হাতে পাবো। তারপর মুক্তির তালিকায় নিবন্ধনের জন্য আবেদন করবো। চেষ্টা চলছে সারাদেশের শতাধিক হলে ছবিটি মুক্তি দেয়ার। ইনশাল্লাহ খুব ভালো ব্যবসা করবে জিৎ-মিমের ছবিটি।’
তিনি জানালেন, ‘ডিটেকটিভ’ যেহেতু জাজেরই ছবি, তাদের আমদানি করা ‘সুলতান’ মুক্তি দিলে সেটি সরিয়ে নেয়া হবে। মুক্তি দেয়া হবে নতুন কোনো সপ্তাহে।
‘সুলতান’-কে মোকাবিলা করতে শাকিব খান ও কলকাতার শ্রাবন্তী-পায়েল সরকার অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটিও ২০ জুলাই মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে। ছবিটি বাংলাদেশে আমদানি করেছে এন ইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠানটি কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু বর্তমানে রয়েছেন দেশের বাইরে। তার বক্তব্য পাওয়া না গেলেও নির্ভরযোগ্য সূত্র বলছে, ‘আজকালের মধ্যেই ছবিটি মুক্তির তালিকায় নিবন্ধনের জন্য জমা পড়বে। আগামী শুক্রবারই মুক্তি দেয়া হবে ছবিটি। সে লক্ষে এরই মধ্যে হল বুকিংও শুরু হয়ে গেছে। আশা করা হচ্ছে, ৫০-৬০টি হলে মুক্তি পাবে কলকাতার সিনেমা ‘ভাইজান এলো রে’।
অন্যদিকে ‘ডনগিরি’ ছবির পরিচালক শাহ আলম মন্ডলের সঙ্গে যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। সেইসঙ্গে তার ছবিটি আগামী ২০ জুলাই মুক্তি পাওয়া উপলক্ষে কোনোরকম প্রচারণাও দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে বাপ্পী চৌধুরী অভিনীত ‘ডনগিরি’।
রইলো বাকী রাহশান নূরের ‘বেঙ্গলি বিউটি’। আজ মঙ্গলবার দুপুরে রাহশান জাগো নিউজকে নিশ্চিত করলেন, ২০ জুলাই শুক্রবারেই মুক্তি পাবে ‘বেঙ্গলি বিউটি’। তিনি বলেন, ‘ইচ্ছে ছিলো এটি গেল ফেব্রুয়ারিতেই মুক্তি দেয়ার। নানা কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে। এবার সবকিছু অনুকূলে আসায় আর দেরি করতে চাই না। ২০ তারিখে মুক্তি উপলক্ষে সব প্রস্তুতি নেয়া হয়েছে। পোস্টার, প্রিমিয়ার শো আয়োজন-সবই গুছিয়ে ফেলা হয়েছে। আমি নানা প্রতিকূলতা কাটিয়ে ছবিটি মুক্তির অনুমতি পেয়েছি আদালত থেকে। আমি চাই ছবিটি দর্শক দেখুক।’
প্রযোজক পরিবেশক সমিতিতে নিবন্ধন সম্পর্কে তিনি বলেন, ‘এটা রাষ্ট্রীয় কোনো নিয়ম নয়। নিবন্ধনের বাইরেই ছবি মুক্তি দেব। কারণ আমি জানি, সমিতিতে অনুমতি চাইতে গেলে আমাকে পিছিয়ে যেতে হবে। সেখানে প্রহসন চলবে। আমি সেই প্রহসনের শিকার হতে চাই না। এই ইন্ডাস্ট্রিতে নতুন হিসেবে অনেক অভিজ্ঞতার মুখেই আমি পড়েছি। পরেরবারের প্রজেক্টে এইসব বিষয়গুলো মাথায় রাখবো।’
এদিকে ‘বেঙ্গলি বিউটি’ ছবিটিকেই মুক্তির মিছিলে মাইনাস হিসেবে দেখা হচ্ছে। ছবিটি সম্পর্কে বলতে গিয়ে সেন্সর বোর্ডের সদস্য নাসিরউদ্দিন দিলু বলেন, ‘ওই ছবিটা তো আমরা দেখিইনি এই সপ্তাহে। গেল দুইদিনে আমরা ‘সুলতান’ ও ‘ভাইজান এলো রে’ ছবি দুটিই দেখেছি। এ দুটি ছবির মুক্তির ব্যাপারেই শুনেছি। ‘বেঙ্গলি বিউটি’র ব্যাপারটি জানি না।’
প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সেক্রেটারি সমেন্দ্র চন্দ্র রায়ও বললেন, ‘এই ছবিটির ঝামেলায় আছে। আমরা শুনেছি এর প্রযোজক পরিবর্তিত হয়েছে। বর্তমানে যিনি প্রযোজক তিনি হয়তো এই সমিতিতে নিবন্ধন ছাড়াই ছবি মুক্তি দিতে চান। অথবা হয়তো প্রবাসী এই নির্মাতা এই নিয়মটাই জানেন না। এতদিন আগে মুক্তির অনুমতি পত্র পেয়েও ছবি নিবন্ধনের আবেদন না করাতেই সেটাই প্রমাণ করছে।’
তবে শেষ পর্যন্ত হিসেব বলছে আসছে শুক্রবার দুটি নয়, মুক্তি পাবে ‘বেঙ্গলি বিউটি’, ‘সুলতান : দ্য সেভিয়র’ ও ‘ভাইজান এলো রে’ তিনটি সিনেমাই।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রেকিং নিউজ: চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল....
- আজ ৬/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- আজ ৭/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- সৌদি রিয়াল রেটের অবিশ্বাস্য লাফ, দেখেনিন আজকের রেট কত
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের ১৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
- সৌদি রিয়াল রেটের বিশাল লম্বা লাফ, দেখেনিন আজকের রেট কত
- কমতেই আছে সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- হুহু করে বাড়ছে সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- শেষ হলো বৈঠক, বিসিবিকে সিদ্ধান্ত জানালেন তামিম
- ব্রেকিং নিউজ : দেশে ফিরছেন শেখ হাসিনা, দেশজুড়ে চাঞ্চল্য, বেরিয়ে এলো আসল সত্য
- আজ ৬/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের সকল দেশের টাকার রেট
- সৌদি প্রবাসীদের জন্য নতুন ধাক্কা, আসলো নতুন ঘোষণা
- আরও বাড়লো সৌদি রিয়াল রেট, দেখেনিন আজকের রেট কত
- আজ ৭/১/২০২৫, বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট, জেনেনিন আজকের রেট কত
- আজ ৮/১/২০২৫ তারিখ, দেখেনিন আজকের ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম