ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

কেটি পেরিকে ধ’র্ষণ করেছিলেন ডাক্তার!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৭ ২৩:১৪:৩৪
কেটি পেরিকে ধ’র্ষণ করেছিলেন ডাক্তার!

লেডি গাগা এবং কেশার টেক্সট মেসেজের কথপোকথন নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা ছড়িয়েছে। কনভার্সেশনের কোথাও ডাক্তার লিউকের নাম লেখা নেই ঠিকই। তবে মেসেজে মেনশন করা ছিল, যে কেশাকে ধর্ষণ করেছেন, সেই রেকর্ডিং আর্টিস্টই কেটিকেও ধর্ষণ করেছেন।

এর থেকেই সকলে ধারণা করে নিয়েছেন যে কেশা, লিউকের কথাই বলেছেন। কেশার এই অভিযোগের পর, লিউকের আইনি টিম নিজেদের স্টেটমেন্ট দিয়েছেন। তাদের কথামতো, কেটি পেরি নিজে জানিয়েছেন, ডাক্তার লিউক কেটি পেরিকে ধর্ষণ করেননি।

এদিকে, কেশা এবং লিউকের আইনি সমস্যা গত চার বছর ধরে চলছে। কেশা লিউকের ওপর যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। যার রায় এখনও আদালতের কাছ থেকে মেলেনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে