ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ব্যাটে-বলে কারিশমা দেখিয়ে দলকে জেতালেন অলরাউন্ডার আরিফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৭ ১৮:৫৫:১৩
ব্যাটে-বলে কারিশমা দেখিয়ে দলকে জেতালেন অলরাউন্ডার আরিফুল

দলে ডাক পেয়ে তেমন সুযোগ পাচ্ছিলেন না আরিফুল হক।নিদাহাস ট্রফি এবং আফগানিস্তান সিরিজে ডাক পেয়েছিলেন কিন্তু নিজেতে মেলিয়ে ধরার সুযোগ পাননি আরিফুর।ডাক পাননি উইন্ডিজ সিরিজেও তবে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন আরিফুল হক।

শেষ দিকে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের রানের মন্হর গতিকে দ্রুত উপরে তুলে আনেন আরিফুল। ব্যাট হাতে ঝড় তুলে মাত্র ২২ বলে ৪৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন এই অলরাউন্ডার ব্যাটসম্যান। তার এই ৪৭ রানের ইনিংসে ৪ টি বিশাল ছক্কা ও ৩ টি চারের বাউন্ডারি হাকান।তার ব্যাটিংয়ের উপর ভর করে লঙ্কানদের ২৮১ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ।

ব্যাটিংয়ে দুর্দান্ত শুরুর পর বোলিংয়ে কারিশমা দেখান আরিফুল।ইনিংসের ১৯ তম ওভারে বোলিংয়ে এসে থিরিমান্নে কে ক্যাচের ফাদে ফেলে প্রথম উইকেট তুলে নেন আরিফুল।৭৮ রানেই ৪ উইকেট হারিয়ে লংকানরা প্রিয়ঞ্জন এর ব্যাটে যখন জয়ের স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন কে ভেঙে দিয়ে প্রিয়াঞ্জনকে ফিরিয়ে বাংলাদেশ কে ম্যাচে ফেরান এই অলরাউন্ডার।পরবর্তীতে আর কোন সাফল্য না পেলেও দুর্দান্ত বোলিং করে রানের গতি দাবিয়ে রাখেন আরিফুল।শেষ পর্যন্ত ৮ ওভার বোলিং করে ৪২ রান খরচায় দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ২ রানের জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন আরিফুল হক।

স্কোরকার্ড-বাংলাদেশ ‘এ’ দল: ২৮০/৭ (৫০ ওভার)সৌম্য ২৪ (৩৪), মিজানুর ৬৭ (১০৭), জাকির ১৮(২৬), ফজলে ৫৯(৬৩), মিঠুন ৪৪(৪৪), আরিফুল ৪৭ (২২), আল-আমিন ৮(৩)*, সানজামুল ১(০) এবং নাইম হাসান ১(১)*।

শ্রীলঙ্কা ‘এ’ দল: ২৭৮/৯ (৫০ ওভার)থিরিমান্নে ২৯, জয়সুরিয়া ২০, থারাঙ্গা ১০, শানাকা ৭৮, প্রিয়ঞ্জন ৪২, পেরেরা ২০, মাদুশঙ্কা ২১*; খালেদ ৩/৭২, শরিফুল ৩/৫৪, আরিফুল ২/৪২

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে