ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে বাদ পড়লেন উইন্ডিজের তারকা প্লেয়ার!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৭ ১৮:১২:৪৭
বাংলাদেশের বিপক্ষে বাদ পড়লেন উইন্ডিজের তারকা প্লেয়ার!

তবে রোচের বিশ্রামে যাওয়ায় কপাল খুলেছে আরেক তারকা আন্দ্রে রাসেলের। প্রায় তিন বছর পর দলে ডাক পেয়েছেন আন্দ্রে রাসেল। গত ২০১৫ সালের নভেম্বরে তিনি দলের হয়ে শেষ ম্যাচটি খেলেন।

এদিকে উইন্ডিজ কোচ স্টুয়ার্ড লো- ও রাসেলকে পেয়ে দারুণ খুশি! তিনি বলেন, ” এই সিরিজ দিয়েই আমাদের ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু। রাসেলকে পেয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। তার দুর্দান্ত বোলিং আর বিস্ফোরক শক্তি আমাদের দলকে আরো শক্তিশালী করে তুলবে।”

তিনি আরো বলেন, ” আমরা প্রস্তুতি অব্যাহত রাখছি। বিশ্বকাপ টুর্নামেন্টের আগে মাত্র ১৬ টি ওডিআই আছে। আশা করি, এর মাঝেই দলে আরো প্রতিভাবানদের স্থান হবে এবং আমরা আমাদের দলকে আরো শক্তিশালী করে তুলবো।”

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ গায়ানাতে ২২ জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে।

উইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: জেসন হোল্ডার (সি), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হ্যাটমিয়ার, শায় হোপ, আলজেরারি জোসেফ, ইভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলি নার্স, কেমো পল, কাইরন পাওয়েল, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে