ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

উইন্ডিজ সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে এনামুল হক বিজয়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৭ ১৮:০৯:৫৫
উইন্ডিজ সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে এনামুল হক বিজয়

এ ব্যাপারে ওয়ানডে দলে ডাক পাওয়া ওপেনার এনামুল হক বিজয় বলেন, ‘ টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে। ওয়ানডে সিরিজ নতুন করে শুরু হবে। আমাদের প্রস্তুতি ঠিকমতো হলে আমরা ভালো কিছু করতে পারব। দলের সবাই চেষ্টা করছে, আরও চেষ্টা করবে ভালো মতো ঘুরে দাঁড়াতে। এখন সাদা বলের খেলা। ওয়ানডেতে আমরা দীর্ঘদিন ধরেই ভালো খেলছি। এবারও ভালো কিছুর আশা করছি।

বাংলাদেশ দলের সাথে সাথে এই সিরিজ ঘুরে দাঁড়ানোর প্ল্যাটফর্ম তার নিজের জন্যও। গত জানুয়ারিতে প্রায় তিন বছর পর ডাক পেয়েছিলেন ওয়ানডে দলে। চার ম্যাচ খেলেও কাজে লাগাতে পারেনি সুযোগ। ছিলেন না ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে আবার তার ওপর ভরসা রেখেছে দল। দেশ ছাড়ার আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলে গেছেন, পূর্ণ সমর্থন দেওয়া হবে এনামুলকে যেন দলে আবার জায়গা পাকা করতে পারে। সব মিলিয়ে তার জন্য এটি বড় একটি সুযোগ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে