ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

মাশরাফিতে কি ভাগ্য ফিরবে বাংলাদেশের?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৭ ১৩:১৭:৫৬
মাশরাফিতে কি ভাগ্য ফিরবে বাংলাদেশের?

এই অবস্থায় দলের মনোজগতেও নিশ্চয় বয়ে গেছে উথালপাতাল ঝড়। যে ঝড় সামাল দিতে পারেন মাশরাফি। ওয়ানডে অধিনায়ক সোমবার রাতেই উঠছেন ওয়েস্ট ইন্ডিজের বিমানে। তার ফেরায় কি বাংলাদেশের ভাগ্য ফিরবে?

ওয়ানডে সিরিজে ভালো কিছু করতে হলে বাংলাদেশকে হতে হবে কৌশলী। বিশেষ করে স্বাগতিক পেসারদের বিপক্ষে থাকতে হবে সাবধান। একই সাথে সচল রাখতে হবে রানের চাকাও।

এর সাথে বাংলাদেশকে ভরসা করতে হবে নিজেদের মূল শক্তিতে। টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে, জ্যামাইকায় বাংলাদেশি স্পিনের সামনে নড়বড়ে ছিলো ওয়েস্ট ইন্ডিজ। যেখানে পাঁচটি উইকেট নেন মিরাজ। ৩৩ রানে সাকিব নেন ছয় উইকেট; যা বিদেশে বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিংয়রে রেকর্ড।

এই সাফল্য মাশরাফিকে নিশ্চয় স্পিনে বিশেষ ভরসা করার সাহস জুগাবে। সঙ্গে ভালো করতে হবে পেসারদেরও। রুবেল হোসেনের সঙ্গে ওয়ানডেতে যোগ দিচ্ছেন মোস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনি। সঙ্গে থাকবেন মাশরাফিও।

ক্যারিবীয় পেসারদের মতো বাংলাদেশি পেসাররাও যদি কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে পারেন, সিরিজ শেষের হাসিটা বাংলাদেশের হতেই পারে। সেটা হলে টেস্ট সিরিজের হারের ক্ষত হয়তো একটু হলেও শুকাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে