ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

হলিডে কাটাতে নয়, ইতিহাস গড়তে জুভেন্টাসে এসেছিঃ রোনালদো

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৭ ১৩:১৩:০৫
হলিডে কাটাতে নয়, ইতিহাস গড়তে জুভেন্টাসে এসেছিঃ রোনালদো

সাংবাদিকঃ আপনি কি চ্যাম্পিয়ন লিগ এ জুভেন্টাস ম্যাচ এর পরেই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি জুভেন্টাসে আসবেন?

রোনালদোঃ নাহ তখনো আমি কোনো সিদ্ধান্ত নিনাই। ধন্যবাদ দিতে চাই জুভেন্টাসের কর্মকর্তাদের তারা আমার প্রতি নজর রেখেছিলো, এবং আমাকে সুযোগ করে দিয়েছে। আমি এখানে নতুন কিছু করতে চাই।

সাংবাদিকঃ আপনি আপনার খেলোড়ার জীবনের বেশির ভাগ সময় মাদ্রিদে কাটিয়েছেন। জুভেন্টাসে এসে আপনার কি মনে হচ্ছে?

রোনালদোঃ আমি আগেও বলেছি আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, এইখানে সব নতুন চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। জুভেন্টাস রেডি, আমিও রেডি, বয়স কোনো বিষয় নাহ, আমি সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমি মোটিভেটেড এবং আমি আমার বেস্ট টাই চেষ্টা করবো।সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন রোনালদো

রোনালদো আরও বলেন,

আমি এইখানে নতুন কিছু অর্জন করতে চাই। আমি অন্য সবার মতো নাহ আমি সবার থেকে আলাদা। আমার মতো বয়সে এসে অন্যরা অবসর নেওয়ার চিন্তা করে। আর আমি এখনো লড়াই করে যাচ্ছি। আমার বয়স কিন্তু ২৩ নাহ, আমার বয়স ৩৩। তাদের প্রতি সম্মান রেখেই বলছি, এই বয়সে এসে সবাই কাতার কিংবা চায়নাতে পাড়ি জমায়। কিন্তু আমি আপনাদের দেখাতে চাই কি কারণে আমি সবার সেরা।

মেসি-রন দ্বৈরথের প্রসঙ্গ উঠলে রোনালদো বলেন, ” সবাই মেসি আর আমার প্রতিদ্বন্দিতার কথা বলেন কিন্তু আমি এতে আগ্রহী নই। সবাই লড়ছে তাদের ক্লাবের জন্য। আমিও তাই। মৌসুম শেষেই দেখা যাবে কে সেরা।”জুভের মেডিকেলে রন

এরপরই উঠে আসে নতুন প্রশ্ন,

সাংবাদিকঃ আপনি কি জুভেন্টাসের হয়ে ব্যালন ডিওর জিততে চান?রোনালদোঃ হ্যা অবশ্যই।

রোনালদোর কথায় বেশ স্পষ্ট, নিজেকে প্রমাণের জন্য কতটা আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে