ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রিয়াল মাদ্রিদের ট্রান্সফারঃ যারা আসছে আর যারা যাচ্ছে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৭ ১৩:০৭:০৮
রিয়াল মাদ্রিদের ট্রান্সফারঃ যারা আসছে আর যারা যাচ্ছে

গোলকিপার: এলিসন ও কুরতোয়ার অত্যধিক দাম এবং নাভাসের বিশ্বকাপ ফর্ম এর কারণে এই পজিশনে পরিবর্তন আসবেনা।রাইটব্যাক: অদ্রিওজলাকে ইতোমধ্যে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এই তরুণ প্রতিভাবান স্প্যানিশ কারভাহালের ব্যাক আপ হিসেবে খেলবে। হাকিমিকে লোনে দেওয়া হয়েছে ডর্টমুন্ডে।সেন্টারব্যাক: নতুন কোন প্লেয়ার আসবেনা। রামোস-ভারান-নাচো-ভালেহো থাকবে।লেফটব্যাক: নতুন কেউ আসবেনা বা যাবেনা।

সেন্ট্রাল মিড: কোভাচিচকে বিক্রি করে থিয়াগো আলকান্তারাকে কেনা হতে পারে। এছাড়া বাকিসব অপরিবর্তিত থাকবে।

ফরোয়ার্ড: রোনালদো ইতোমধ্যেই দল ছেড়ে চলে গেছে। তার জায়গা স্থায়ীভাবে নিবে আসেনসিও। ৭ নাম্বার জার্সি দেয়া হতে পারে আসেনসিওকে। লেফট উইং এ তাই হ্যাজার্ড আসবেনা। তাছাড়া হ্যাজার্ডকে পেরেজ পছন্দ করেনা, জিদানও নেই।নেইমারের ব্যাপারে রিয়াল মাদ্রিদ অবস্থান পরিষ্কার করায় সেও আসছেনা। আসছেনা ফ্রান্সের মিস্ময় বালক এমবাপেও। বেল থাকবে, একমাত্র অভিজ্ঞ স্ট্রাইকার হিসেবে বেনজেমার উপরই ভরসা রাখবে লোপেতেগুই। ব্যাক আপ স্ট্রাইকার হিসেবে বোর্জা মায়োরাল খেলবে। তবে আসপাস আসার ছোট্ট একটা সম্ভাবনা আছে।

পজিটিভ দিক: নেট ট্রান্সফার পজিটিভ থাকবে। টিম কেমিস্ট্রি নষ্ট হবেনা।নেগেটিভ দিক: পর্যাপ্ত গোলস্কোরারের অভাবে ইউরোপা লীগে কোয়ালিফাই করাও কঠিন হবে। ডিফেন্স যথেষ্ট ভুগাবে। ইউসিএল এও দশ বছর পর রাউন্ড অব সিক্সটিনে বাদ পরার সম্ভাবনা প্রবল। পেরেজের পাপেট লোপেতেগুই হয়তো ৬ মাসের মাথাতেই স্যাক হবে।

তবে বোঝা যাচ্ছে, পেরেজ পুরোপুরি স্প্যানিশ প্লেয়ারভিত্তিক রিয়াল মাদ্রিদ দল গড়তে চাইছে যেখানে স্প্যানিশ প্লেয়ারই প্রধান, সুপারস্টার নয়। তাই সুপারস্টার কেনার ইচ্ছাও ম্যানেজমেন্ট এর নেই। পেরেজ তার নতুন নীতি নিয়ে কী করতে পারবে, সেটা সময়ই বলে দিবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে