ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

এমবাপের হাতেই 'মুকুট' তুলে দিতে হবে মেসি-রোনালদোকে!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৬ ২২:৩২:৩৪
এমবাপের হাতেই 'মুকুট' তুলে দিতে হবে মেসি-রোনালদোকে!

রোববার মস্কোতে বিশ্বকাপের ফাইনালে এমবাপের জাদু দেখা গেল আবার। ১৯ বছরের টগবগে গতিময় অমিত প্রতিভা পেলের পাশে গিয়ে দাঁড়ালেন আরেকবার। ৪-২ গোলে ম্যাচ জিতে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো ফ্রান্স। আর তাদের এই ফরাসী বিপ্লবে এমবাপের অদম্য খেলা ও ৪টি গোলের তো বড় ভূমিকা। প্যারিস সেন্ট জার্মেইয়ের স্ট্রাইকার জিতেছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও।

আর এসব দেখে শুনে ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রেট এবং বর্তমানে ফুটবল বিশেষজ্ঞ রিও ফার্ডিনান্ড বলেছেন, 'সামনের ক'বছরের মধ্যেই এই ছেলে ব্যালন ডি'অরের মঞ্চে উঠবে। আশা করি আমার পুরানো ক্লাব তার উপর চোখ রাখছে। তার সাথে পল পগবারও যোগ আছে।' তার মানে ফার্ডিনান্ড চাচ্ছেন, ম্যানইউ ছুটুক এমবাপের পেছনে এবং পিএসজি থেকে কিনে নিয়ে আসুক ইংল্যান্ডে।

লুঝনিকি স্টেডিয়ামে ফাইনালে ফরাসিদের চতুর্থ গোলটি এসেছে এমবাপের পা থেকে। ক্লিনিক্যাল ফিনিশিং। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে পেলের পর দ্বিতীয় টিনএজার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করলেন এমবাপে। ৬০ বছর পর এমন কীর্তি। এবং ফাইনালের গোল করা ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠজন এমবাপে। পেলের বয়স ছিল ১৭, দুই বছর বেশি এমবাপের।

৩৩ বছরের রোনালদো এবং ৩১ বছরের মেসি গেল এক দশকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। তাদের ধারেকাছেও ছিলেন না কেউ। শেষ ১০ ব্যালন ডি'অর তারা দুজন মিলে জিতেছেন, ৫ বার করে। কিন্তু টিনএজার এমবাপের পরিণত খেলা দেখে মুগ্ধতার পাশাপাশি বিস্ময় আছে ফার্ডিনান্ড ও জার্মানির বিশ্বকাপজয়ী খেলোয়াড় ও সাবেক কোচ ইউর্গেন ক্লিন্সমানের।

ফার্ডিনান্ড বললেন, 'এই বয়সে সে কি পরিণত!' আর ক্লিন্সমান তো মনে করেন বিশ্বের সব বড় ক্লাবের এখন এই দারুণ পরিণত টিনএজারের পেছনে লাইন দেওয়ার সময়। এমনকি এমবাপের খেলা দেখে এই কিংবদন্তির মনে হয়েছে যেন ১০ বছর ধরে ফ্রান্স দলে খেলছেন!

'তার সামনে অনেক কিছু অপেক্ষা করছে।' ক্লিন্সমান বলেছেন, 'মার্কেট (ট্রান্সফার) কাঁপিয়ে দিয়েছে ও। রোনালদো গেল (জুভেন্তাসে) আর (প্যারিস সেন্ট জার্মেইয়ের) নেইমারের নাম শোনা যাচ্ছে অন্য ক্লাবের সাথে, এই ছেলের গন্তব্য কোথায়?'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে