ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

'দুই তারা'র প্রথম জার্সিটা কিনবেন গ্রিজমান!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৬ ২২:৩১:৪২
'দুই তারা'র প্রথম জার্সিটা কিনবেন গ্রিজমান!

'বিশ্বাস করুন আমাকে। দুই তারার জার্সির প্রথম ক্রেতা হবো আমি-' আবেগে উথলে পড়া ছোটোখাটো গড়নের বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বললেন। পল পগবা এবং কিলিয়ান এমবাপের সাথে নাচতে নাচতে আর গান গাইতে গাইতে দিশেহারা হয়ে উঠেছিলেন গ্রিজমান। তারপর তো ট্রফি হাতে পেলে তাকে আর পায় কে! এর মাঝে একটি ভেস্ট পরে নিয়েছিলেন। যেটাতে ছিল দুই তারা। কিন্তু ওটা তো আর জার্সি নয়! এবার থেকে অবশ্য দুই বিশ্বকাপ জয়ের প্রতিক হিসেবে ফ্রান্সের জার্সির বুকে দুটি তারাই জ্বলজ্বল করবে। ১৯৯৮ এর পর ২০১৮ এর বিশ্ব চ্যাম্পিয়ন তারা।

ড্রেসিং রুমে ফিরেও একই অবস্থা। কথা বলার সুযোগ কোথায়! এক ফাঁকে গ্রিজমান বললেন, 'দুঃখিত কিন্তু আমরা এতো খুশি যে...গর্বিত অনুভব করছি। আর এখন ফ্রান্সে গিয়ে উদযাপনের সময়।'

২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন গ্রিজমান। কিন্তু ফাইনালে জিততে পারেননি। সেই দুঃখ ঘুচল রাশিয়া বিশ্ব সেরার মুকুট মাথায় তুলে। আর ফ্রান্সের এই বিশ্ব জয়ে গ্রিজমানের অবদান যে কতোটা! দলের পক্ষে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা তিনি। ৪ গোল করেছেন। জিতেছেন ব্রোঞ্জ বল। পেনাল্টি থেকে তিন গোল করেছেন। ফ্রিকিকে ছিলেন নিখুঁত। ক্রোয়াটদের বিপক্ষে প্রথম গোলটি আত্মঘাতী। ফ্রিকিকটা উড়ে গিয়ে মারিও মানজুকিচের মাথা ছুঁয়ে যায় জালে। এরপর ২-১ এর লিডও তার পেনাল্টি গোলে। নক আউট পর্বে আরো বেশি জ্বলে উঠেছিলেন। তার ফ্রিকিকে হেড করে রাফায়েল ভারানে ও স্যামুয়েল উমতিতি গোল করেছেন যথাক্রমে উরুগুয়ে ও বেলজিয়ামের বিপক্ষে।

আত্মত্যাগের বিশ্বকাপ কেমন হতে পারে তা দেখিয়েছেন গ্রিজমান। গোলের নেশা তার। কিন্তু দলের জন্য সেদিকে শুধু না ছুটে গোল করানো এবং খেলা তৈরিতে ছিল বড় ভূমিকা। তার আতলেতিকো মাদ্রিদ ও ফ্রান্স টিমমেট লুকাস হার্নান্দেজ তো গ্রিজমানের জন্য প্রশংসার জোয়ার এনে দেন, 'সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তাকে অনেক ভালোবাসি। আমাকে অনেক সহায়তা করে সে। আমি মন থেকে তার জন্য দুনিয়ার সব খুশি কামনা করি।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে