ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

'ধন্যবাদ, বীরেরা! তোমরা আমাদের সব দিয়েছ!'

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৬ ২২:৩০:৪৫
'ধন্যবাদ, বীরেরা! তোমরা আমাদের সব দিয়েছ!'

তাতে কি? তাদের প্রেসিডেন্টকে তো আবেগে ভেসে যেতে দেখা গেছে মস্কোর পুরস্কার বিতরণী মঞ্চেও। আর দেশটির মিডিয়াও প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে লুকা মদ্রিচের দলটিকে। যেখানে তাদের 'বীর' হিসেবেই বিবেচনা করা হচ্ছে, সেই সম্মান দেওয়া হচ্ছে প্রচার মাধ্যমে।

'ধন্যবাদ, বীরেরা! তোমরা আমাদের সব দিয়েছ!' স্পোর্টসকে নভোস্তির প্রচ্ছদের শিরোনাম এটি। এই সংবাদপত্রটি লিখেছে, ''ভেত্রেনি (ক্রোয়েশিয়ান ভাষায় 'ভয়ঙ্কর'), তোমরাই সবার বড়, তোমরা আমাদের গর্ব, তোমাদের নাম সোনার হরফে লেখা থাকবে অনন্তকাল!''

ওখানে দেখা যাচ্ছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বলের পুরস্কার হাতে মদ্রিচের একটি ছবি। যদিও চেহারায় বিষন্নতা।

দৈনিক জুতারনজির শিরোনাম, 'ব্রেভ হার্টস- তোমরা আমাদের গর্বিত করেছ।' ভেসেরেনজি লিখেছে, 'ক্রোয়েশিয়া তোমাদের নিয়ে উদযাপন করছে। তোমরা আমাদের সোনা!' সেই সাথে উল্লেখ করেছে, গেল এক মাসে কোচ জ্লাতকো দালিচের দল 'ক্রোয়েশিয়াকে আরো ভালো বানিয়ে দিয়েছে।'

ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অর্থনীতিতে সবচেয়ে দুর্বল দেশটির জন্য তাদের সংবাদ মাধ্যমের প্রশংসা, 'ওরা আমাদের অহং পুনরুদ্ধার করেছে। আমাদের বের করে এনেছে নেতিবাচকতার মধ্য থেকে।' এক লাখের বেশি লাল ও সাদায় অঙ্কিত ফ্যান রাজধানী জাগরেবে সোমবার দেশে ফিরতে যাওয়া ক্রোয়েশিয়া দলকে সংবর্ধনা দেওয়ার অপেক্ষায়।

সূত্র : এএফপি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে