ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপজয়ীদের মেডেল নিজের পকেটেই পুরলেন এই নারী কর্মকর্তা!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৬ ১৩:২৩:২২
বিশ্বকাপজয়ীদের মেডেল নিজের পকেটেই পুরলেন এই নারী কর্মকর্তা!

গ্রিজম্যানের পেছনেই ফ্রান্স কোচ দিদিয়ের দেশম কথা বলছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিন্নোর সঙ্গে। এ সময়ই ঘটল এক অদ্ভুত ঘটনা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পাশেই দাঁড়িয়ে থাকা এক নারী কর্মকর্তা বিশ্বকাপজয়ী দলের সেই মেডেলের একটি পুরে ফেললেন পকেটে!

এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমগুলোতে, যা নিয়ে শুরু হয়েছে তুমুল হাস্যরসের। কেউ কেউ বলছেন, ওই নারী কর্মকর্তা নিজের জন্যই মেডেলটি নিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, হ্যারি কেইন বা রেফারির জন্য মেডেলটি সরিয়ে রেখেছেন ওই নারী!সমর্থকদের ব্যঙ্গাত্মক টুইটের একাংশ

এগুলো সবই ব্যঙ্গ-বিদ্রূপ করে বলা। মূল কারণ ছিল, অঝোর ধারায় মস্কোর আকাশ থেকে পড়া ওই বৃষ্টি। গ্রিজম্যানের পেছনেই কোচ দেশম ও গোলরক্ষক লরিস অপেক্ষায় ছিলেন মেডেলের জন্য। এ সময় বৃষ্টির ছাঁট থেকে মেডেলকে বাঁচাতেই মেডেলটি নিজের পকেটে পুরেছিলেন ওই নারী কর্মকর্তা।পকেটে মেডেল ঢোকাচ্ছেন ওই নারী কর্মকর্তা। ছবি: সংগৃহীত

এ ছাড়া অবশ্য অন্য কিছু করার সুযোগও ছিল না ওই নারী কর্মকর্তার সামনে। কেননা ওখানে এমন কিছু ছিল না, যেখানে রেখে বৃষ্টির ছাট থেকে মেডেলটিকে বাঁচাবেন। অবশ্য ছোট ওই ভিডি ক্লিপ্সে যে কারোরই ভুল হওয়াটা স্বাভাবিক। যার ফায়দা তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে হাস্যরস শুরু করে ফুটবল সমর্থকরা।

সূত্র: দ্য সান

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে