ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপ জয়ে বাঁধনহারা উল্লাস ফ্রান্স প্রেসিডেন্টের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৬ ১৩:২২:২৮
বিশ্বকাপ জয়ে বাঁধনহারা উল্লাস ফ্রান্স প্রেসিডেন্টের

কিটারোভিচের ফুটবল নিয়ে পাগলামি সম্পর্কে ইতোমধ্যেই জেনে গেছে পুরো বিশ্ব। তবে ম্যাক্রনও যে ফুটবলের খেপাটে ভক্ত তা হয়তো জানা ছিল না কারো। ভিআইপি গ্যালারিতে বসে দলের জয় উদযাপনে কোনো প্রটোকলের তোয়াক্কাই করেননি এই ফরাশি প্রেসিডেন্ট। দলের এমন বিশাল অর্জনে গ্যালারিতে থাকা সবার সামনেই প্রাণখুলে উদযাপন করেন তিনি।

ফাইনালে ওঠার পরেই রাশিয়া বসে দলের খেলা দেখবেন বলে জানান ম্যাক্রন। সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে একটি টুইট করে তিনি লেখেন, ‘আমাদের নীল জার্সির ছেলেরা ভালো করছে। মঙ্গলবার তোমাদের সঙ্গে দেখা হবে।’

অতঃপর বিশ্বকাপে ফাইনাল দেখতে রাশিয়া যান ৩৯ বছর বয়সী এই ম্যাক্রন। শুধু তা-ই নয়, মন খুলে জয় উদযাপনও করেন তিনি। ফ্রান্স গোল করলেই নিজের আসন ছেড়ে উঠে দুই হাত শূন্যে ভাসিয়ে উদযাপন করতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্টকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাকে দেখা যায় জয় উদযাপন করতে।

ম্যাচ জয়ের পরে সঙ্গে থাকা ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কিটারোভিচ এবং আয়োজক দেশ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে অভিনন্দনও পান তিনি।

সূত্র: আরটি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে