ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

লর্ডসের গ্যালারিতে যুবকের অভিনব বিয়ের প্রস্তাব ভাইরাল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৬ ১৩:২০:৩৮
লর্ডসের গ্যালারিতে যুবকের অভিনব বিয়ের প্রস্তাব ভাইরাল

যুবকটি যখন পাশে বসা তরুণীকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন তখন ইংল্যান্ড দল ব্যাটিং করছিল। ধারাভাষ্যকার ডেভিড লয়েড খেলার ধারাভাষ্য ছেড়ে গ্যালারিতে থাকা ওই যুবকের অভিনব বিয়ের প্রস্তাবের ধারাবিবরণী দিতে শুরু করেন। বেশ মজার সাথেই ডেভিড সে সময় ধারাভাষ্য দিচ্ছিলেন।

ইতোমধ্যে লর্ডসের মাঠে ঘটা ওই ঘটনারা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, লর্ডসের মাঠে দর্শক সারিতে থাকা ওই যুবক হাতে আঙটি নিয়ে হাঁটু মুড়ে বসেন এবং ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে যায়। দেখা যায়, ওই তরুণী প্রথমে কিছু বুঝে উঠতে পারছিল না। বেশ কিছুক্ষণ চিন্তা করে তরুণীও ছেলেটির প্রস্তাবে রাজি হয়ে যান। গ্যালারিতে থাকা অন্য দর্শকরা করতালি দিয়ে সেই মুহূর্তে অভিনন্দন জানান তাদের দুজনকে।

মাঠে ওই সময় বোলিং করছিলেন যুবেন্দ্র চাহাল। তিনিও স্ক্রিনে ঘটনাটি দেখে করতালি দিয়ে অভিনন্দন জানান।

সূত্র: এনডিটিভি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে