ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ফ্রান্সের বিপক্ষে আবারও সেই পেনাল্টি বিতর্ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৬ ১২:২২:৩৯
ফ্রান্সের বিপক্ষে আবারও সেই পেনাল্টি বিতর্ক

ছুটতে থাকা কিলিয়ান এমবাপ্পেকে বাধা দিয়েছিলেন আর্জেন্টিনা ডিফেন্ডার মার্কাস রোহো। অনেকে পরে বলেছেন পেনাল্টি দেওয়ার মতো ফাউল ছিল না রোহোর ওই বাধা। একই বিতর্ক চলে এলো বিশ্বকাপের ফাইনালেও। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছে সেই ফ্রান্স। ম্যাচের ৩৮ মিনিটে কর্ণার পায় ফ্রান্স। অ্যান্থনি গ্রিজমানের নেওয়া কর্ণার কিক লাফিয়ে উঠে ঠেকাতে গিয়েছিলেন ক্রোয়েশিয়ার পেরিসিক।

কিন্তু বল মাথায় ঠেকাতে পারেননি পেরিসিক, বল লেগে যায় তার হাতে। রিপ্লেতে দেখা গেছে, অনিচ্ছাকৃত ছিল্ এই হ্যান্ডবল। অনিচ্ছাকৃত হ্যান্ডবল হলে সাধারণত পেনাল্টি দেন না রেফারি। কিন্তু রিপ্লে দেখে ফ্রান্সের পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন রেফারি। ওই পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ২-১ গোলে এগিয়ে নেন অ্যান্থনি গ্রিজমান।

আর্জেন্টিনা বিদায়ের পর শেষ ষোলোতে পাওয়া ফ্রান্সের ওই পেনাল্টি নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে পাওয়া ফ্রান্সের এই পেনাল্টি নিয়েও হয়তো কম সমালোচনা হবে না!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে