ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

দেবের খুদে ফ্যানদের জন্য নতুন সারপ্রাইজ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৬ ১২:১৭:০৩
দেবের খুদে ফ্যানদের জন্য নতুন সারপ্রাইজ

একই পোস্টারের আরেক রকম রূপ নিয়ে সকলকে সারপ্রাইজ দিলেন অভিনেতা দেব। সদ্য মুক্তি পেয়েছে নয়া ‘হইচই’ পোস্টার। পুরোটাই এডিট করে বানানো হয়েছে অ্যানিমেশনের স্টাইলে। বলা নেই কওয়া নেই, এমন চমকে বেশ খুশি দেবের ফ্যানেরা। তবে দেব-ভক্তদের থেকেও বেশি খুশি নায়কের খুদে অনুরাগীরা। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা২৪ পত্রিকা।

১২ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই কমেডি ছবি। চিত্রনাট্য অনুযায়ী এই ছবিতে এক শিল্পপতির ঘরজামাই উত্তীয় (দেব)। তার স্ত্রী (কৌশানি) সমসময় পূজাপাঠ নিয়ে ব্যস্ত থাকেন। যা উত্তীয়র জীবনের সব থেকে বড় সমস্যা। যেমন প্রোমোটার বিজনের (খরাজ) জীবন তার দুই স্ত্রীকে নিয়ে সমস্যায় জর্জরিত। আসলে বিজনের দু’বউ। কনীনিকা বন্দোপাধ্যায় ও মানসী সিনহা। অথচ কেউ কারও কথা জানে না! তাই সারাক্ষণ বিজনের একটি ভয় কাজ করে, পাছে তার এক বউ অন্য বউয়ের অস্তিতের কথা টের পেরে যায়।

এদিকে অবিবাহিত হয়েও রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদারের (শাশ্বত) জীবনে শান্তি নেই। কারণ সুদীপ্ত চক্রবর্তী। সে এ ছবির গুন্ডা। তিনি প্রায়ই অনিমেষকে হুমকি দেয় বাড়িটা তার নামে লিখে দেওয়ার জন্য। অন্যদিকে বউয়ের জন্য মনে শান্তি নেই গ্যারেজ মেকানিক আজমল খানের (অর্ণ)। কারণ অভিনত্রী হতে চাওয়া তার বউ (রোজা পারমিতা) মনে করে, এই কালিঝুলি মাখা মানুষটি তার বর হওয়ার যোগ্য নয়।

সুতরাং কারও মনেই শান্তি নেই। তাই শান্তির খোঁজে তারা সবাই উজবেকিস্তানে ঘুরতে যায়। সেখানে গিয়ে তাদের একে-অপরের সঙ্গে আলাপ হয়। এই সফরে তাদের গাইড ললিতা ঝুরঝুরোস্কির (পূজা বন্দ্যোপাধ্যায়)। বিদেশে ঘুরতে গিয়ে ঘটনাচক্রে তৈরি হয় এমন সমস্যা, যা রীতিমতো হইচই বাধিয়ে দেয় তাদের জীবনে। সেটা কী? উত্তর মিলবে ছবির পর্দায়।

বুঝতেই পারছেন আগাগোড়া মজার ছবি ‘হইচই অ্যানলিমিটেড’। তবে জানা গেছে, কমেডির মধ্যেও এই ছবিতে রয়েছে প্লেন হাইজ্যাক ও তাকে ছাড়িয়ে নিয়ে আসার মতো সিরিয়াস বিষয়বস্তুও। দেব বলেন, ‘আদতে এটাও সিরিয়াস ছবি, সিরিয়াস বিষয়কে নিয়ে আমরা কমেডি ছবি করছি। সেটা দর্শকরা ছবি দেখলেই বুঝতে পারবেন, ছবিটা কিন্তু কোনও রিমেক নয়। দর্শকরা পূজার সময় এই ছবি দেখলে সত্যিই আনন্দ পাবেন।’ সুতরাং দেবের প্রযোজক সংস্থার তরফ থেকে, এবার পূজার অ্যাকশন, রোমান্স, কমেডিতে ‘হইচই’ ফেলে দেবে বাঙালির বিনোদনের বক্স। সেই প্রতিশ্রুতি নিয়েই পূজায় মুক্তি পাবে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ‘হইচই আনলিমিটেড’।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে