ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

মাথা উঁচুই থাকছে মদ্রিচদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৬ ১২:১১:৪২
মাথা উঁচুই থাকছে মদ্রিচদের

সেখানে নিজের দেশের অধিনায়ক লুকা মদ্রিচকে জড়িয়ে ধরে যেন নিজেই কেঁদে দেন এমন অবস্থা। মদ্রিচ তখনো পাথর হয়ে আছেন। হাতের মুঠো থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বেরিয়ে গেল। স্বাভাবিক হতে তো সময় লাগবেই।

মদ্রিচ অবশ্য ইডেন হ্যাজার্ড ও আঁতোয়া গ্রিজমানকে পেছনে ফেলে জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। গোল্ডেন বল। তবু সবসময় হাসিখুশি মদ্রিচ রোববারের ফাইনালের পর স্মিত হাসিটাও বুঝি ভুলে গেলেন! সংবাদ সম্মেলনে এলেন পাথর চেহারা নিয়ে। সেখানে অবশ্য বলে গেলেন 'কোনো আক্ষেপ নেই'। তার মনে হয়েছে 'ম্যাচের অধিকাংশ সময় জুড়ে তারাই সেরা দল ছিল'।

'দুর্ভাগ্যবশত, এলেমেলো গোলগুলো ওদের পক্ষে নিয়ে গেল সব।' মদ্রিচ বলছিলেন, 'তারা হয়তো উদযাপন করছে কিন্তু আমরা মাথা উঁচু রাখতে পারি। আবেগ একটু কমে এলে আমরা বিশ্লেষণ করে দেখব, তখন সব পরিষ্কার হবে।'

পুরো টুর্নামেন্টে জাত নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। মাত্র ৪৫ লাখ মানুষের দেশকে বিশ্বকাপের ফাইনালে নেওয়া চাট্টিখানি কথা নয়। ক্রোয়েশিয়ার দ্বিতীয় সোনালি প্রজন্মের মহানায়ক অবশ্য সান্তনা পেতে পারেন ব্যক্তিগত পুরস্কারটিতে। পুরোটা হয়তো না। তবু...। গোল্ডেন বল জয়ের প্রসঙ্গ এলে মদ্রিচ জানালেন, 'এই পুরস্কার পেয়ে আমি গর্বিত। আমাদের অবিশ্বাস্য ফ্যানরাই আমাকে আরো বেশি সুখী করেছে।'

সেরা খেলোয়াড় হওয়ার অর্থে টুর্নামেন্টের ফুটবলারদের রাজা এর সাথে ঘোষণার মতো করে বলে গেলেন, 'সত্যি বলতে এই হারের পরও আমরা কিন্তু অনেক বড় কিছুই অর্জন করেছি। কিন্তু তারপরও এতো কাছে এসেও না পারাটা নিষ্ঠুরই লাগে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে