ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

অভাগা ‘এলএম-টেন’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৬ ১১:৪৫:৫০
অভাগা ‘এলএম-টেন’

লুকা মদ্রিচ আসলে মেসির ভাগ্যই বরণ করলেন। গত ব্রাজিল বিশ্বকাপে মেসি জিতেছিলেন সেরা খেলোয়াড়ের খেতাব। কিন্তু দলকে জেতাতে পারেননি বিশ্বকাপ। মদ্রিচ মেসির মতো ‘এলএম টেন’ নামে সমর্থকদের কাছে পরিচিত। দুই ‘এলএম১০’ সেরা খেলোয়াড় হলেও বিশ্বকাপটা অধরাই রয়ে গেল তাদের নামের পাশে।

মেসি ২০১৪ সালে গোল করেছিলেন ৪টি। সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন ১টি। ড্রিবলিং করেছিলেন ৪৬ টি। এছাড়া গোলের সুযোগ তৈরি করেছিলেন ২৪টি। রাশিয়া বিশ্বকাপে মদ্রিচ গোল করেছেন মাত্র ২টি। এছাড়া অ্যাসিস্ট ছিল ১টি। ড্রিবলিং করেছেন ১৩টি। গোলের সুযোগ তৈরি করেছিলেন ১৬টি।

মেসি আজও ব্রাজিল বিশ্বকাপ জয় করতে না পেরে আফসোস করেন। সেরা খেলোয়াড়ের খেতাবটি তাঁর কাছে তুচ্ছ মনে হয় এখন। মদ্রিচের ভাগ্য একই পরিণত হওয়ায় তাঁর কাছেও হয়তো খেতাবটি তুচ্ছ থেকে যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে