ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

সিরিজ হেরে র‍্যাংকিংয়ে কত নম্বরে নেমে গেলো বাংলাদেশ,দেখেনিন বর্তমান অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ১৯:২৯:৩১
সিরিজ হেরে র‍্যাংকিংয়ে কত নম্বরে নেমে গেলো বাংলাদেশ,দেখেনিন বর্তমান অবস্থান

আট নম্বর অবস্থান ধরে রাখতে হলে উন্ডিজের সাথে এই সিরিজটা অন্তত ড্র করতে হতো বাংলাদেশকে। সেটাতো হয়নি উল্টো প্রথম টেস্টে অ্যান্টিগাতে পড়তে হলো ৪৩ রানের লজ্জাতে, ম্যাচ হারতে হলো ইনিংস ও ২১৯ রানের ব্যবধানে।

এরপর জ্যামাইকাতেও প্রায় একই নাটকের পুনরাবৃত্তি। সেখানে অবশ্য ইনিংস ব্যবধানে হারতে না হলেও ম্যাচটা খোয়াতে হয়েছে ১৬৬ রানে।

সিরিজের দুই টেস্টেই এমন বাজেভাবে হারের ফলে বাংলাদেশ দলকে এর মাসুল দিতে হয়েছে রেটিং পয়েন্ট হারিয়ে। ৭৫ থেকে যা ৮ পয়েন্ট কমে এসে দাঁড়িয়েছে ৬৭ তে।

অন্যদিকে উল্টো অবস্থান উইন্ডিজের, তাদের রেটিং ৭২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৭ এ। ফলে বাংলাদেশ থেকে পেছনে থাকা উইন্ডিজ তাই উঠে গেছে অনেকটাই ওপরে, চলে গেছে আবার আট নাম্বারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে