ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ওয়ানডে সিরিজের উদ্দেশে যাত্রা করলো যে ছয় ক্রিকেটার!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ১৯:২৭:০২
ওয়ানডে সিরিজের উদ্দেশে যাত্রা করলো যে ছয় ক্রিকেটার!

তবে ৭ সদস্যের মধ্যে দলের নেতা মাশরাফি বিন মুর্তজাই যেতে পারেননি। স্ত্রীর অসুস্থতার কারণে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের সফরে যাওয়া একটু বিলম্ব হচ্ছে। তবে মাশরাফিপত্নী সুমনা হক সুমি অনেকটাই সেরে ওঠায় এতদিন ধরে মাশরাফির খেলা নিয়ে থাকা সংশয় আপাতত দূর হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উইন্ডিজের উদ্দেশে যাত্রা করেন মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু। মাশরাফিও এই ফ্লাইটে চড়েই দলের সঙ্গী হওয়ার কথা ছিল। এরপর মাঝরাতে ক্যারিবীয় দ্বীপের ফ্লাইটে চড়ে বসেন আরও দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও মুস্তাফিজুর রহমান।

১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াডের ৯ জন ক্রিকেটারই রয়েছেন টেস্ট স্কোয়াডে। আর তাই তাদের নেই টেস্ট সিরিজ শেষে ঘরে ফেরার তাড়া। জ্যামাইকা টেস্ট শেষে বাংলাদেশ দল পাড়ি জমাবে গায়ানায়। সেখানে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২২ জুলাই। একই ভেন্যুতে ২৫ জুলাই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, সেন্ট কিটসে। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-২০ সিরিজ অনুষ্ঠিত হবে, যার দুটি ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্র।

[দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদেরই করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশন পুরোই উল্টো। প্রথম সেশনে উইন্ডিজকে অলআউট করে বিনা উইকেটে ১০ রান নিয়ে সেশন শেষ করে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে