ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে যা থাকছে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ১৯:২২:৫৯
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে যা থাকছে

ফাইনাল ম্যচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় কিন্তু তার আধাঁ ঘন্টা আগে ৮.৩০ মিনিটে লুজনিকি স্টেডিয়াম মেতে উঠবে উৎসবের মহারণে। আয়জনের প্রাণের সঞ্চার যোগাতে ‘লিভ ইট আপ’ সং-এ গ্যালারি মাতাবেন উইল স্মিথ, কসোভোর পপ গায়িকা ইরা ইস্ত্রেফি এবং কলম্বিয়ান রেগেটন স্টার নিকি জ্যাম। তাদের পরেই থাকছে সিওলের গানের দল কে-পপ ব্যান্ড এক্সো-র পারফরম্যান্স। টানা ৩০ মিনিট ধরে চলার পর শুরু হবে ফ্রান্স-ক্রোয়েশিয়া শিরোপা জয়ের যুদ্ধ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে