ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

হতাশার মোড়কে প্রাপ্তিও আছে কিছু...

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ১৬:৫৪:১১
হতাশার মোড়কে প্রাপ্তিও আছে কিছু...

সদ্য সমাপ্ত এই টেস্ট সিরিজে উল্লেখ করার মতো প্রাপ্তি হচ্ছে পেসার আবু জায়েদ রাহী। দুই টেস্টে ২৪ বছর বয়সী এই পেসারের সংগ্রহ মোট সাতটি উইকেট। এর মধ্যে ক্যারিয়ার সেরা বোলিং হচ্ছে ৩৮ রান খরচায় তিন উইকেট।

এইবারই টেস্ট অভিষেক হয়েছে রাহীর। নতুন বলে বা পুরোনো হয়ে যাওয়া বলে নিজের কার্যকারিতা ভালই দেখিয়েছেন সিলেট থেকে উঠে আসা এই ক্রিকেটার। টেস্ট ফরম্যাটে তার বোলিংয়ে স্বপ্ন বুনতেই পারে বাংলাদেশ।

এছাড়া বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের পক্ষে সবথেকে সেরা বোলিং ফিগারের মালিক হিসেবে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

উইন্ডিজদের বিপক্ষে সদ্য সমাপ্ত জ্যামাইকা টেস্টের দ্বিতীয় ইনিংসেই বল হাতে ৩৩ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। এর ফলে সাবেক পেসার রবিউল ইসলামকে ছাড়িয়ে দেশের বাইরে সেরা বোলার এখন সাকিব।

তবে এর পাশাপাশি যে আরও একটি রেকর্ডেও নাম লিখিয়েছেন টাইগার অধিনায়ক সেটি হয়তো জানেন না অনেকেই। বাঁহাতি স্পিনার হিসেবে নিজের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে মোট ১৮বার পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন সাকিব।

এর মাধ্যমে তিনি টপকে গিয়েছেন সাবেক ইংলিশ স্পিনার ডেরেক আন্ডারউডকে। অবসরের আগে মোট ৮৬টি টেস্টে ১৭ বার ৫ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি। সেই উডকে মাত্র ৫৩টি ম্যাচ খেলেই ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান।

এই তালিকায় বর্তমানে টাইগার অধিনায়কের অবস্থান তিন নম্বরে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান জ্যামাইকা টেস্টেই ৯৩ রানে ৫ উইকেট শিকার করেছেন টাইগার অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ।

এরই সাথে এই নিয়ে ১৪ টেস্টের মধ্যে চারটিতে পাঁচ উইকেট শিকার করার কীর্তি গড়লেন মিরাজ। শুধু তাই নয়, দীর্ঘ চার বছর পর কোনও বাংলাদেশি বোলার হিসেবেও বিদেশের মাটিতে ৫ উইকেট তুলে নেয়ার নজীর রাখলেন তিনি।

২০১৪ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই কিংস্টনে ১৩৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া এই সিরিজে টাইগারদের নতুন প্রাপ্তি উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

ক্যারিবীয় সফরের আগে মাত্র একটি টেস্ট খেলেছিলেন সোহান। তবে চলতি সিরিজে উইকেটকিপার হিসেবে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি। দুই টেস্টে তিনটি ক্যাচ ও সমান সংখ্যক দৃষ্টিনন্দন স্ট্যাম্পিং করে টেস্ট দলে বিশেষজ্ঞ কিপারের গুরুত্ব বুঝিয়েছেন তিনি।

এছাড়া ব্যাট হাতে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৬৪ রান। এখনো জাতীয় দলে সেভাবে থিতু হননি সোহান। তবে একটু যত্ন পেলে এবং ভালো করার স্পৃহা ধরে রাখতে পারলে যেতে পারেন অনেকদূর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে