ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রোড টু ফাইনাল!!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ১৬:০২:৪৭
রোড টু ফাইনাল!!

আসুন দেখে নেওয়া যাক ফাইনালে আসার পথে এই দুই দলের পারফরম্যান্স কেমন ছিল:-

ফ্রান্স:

প্রথম রাউন্ড:-

অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করে ফ্রান্স। জানান দেয় এইবার তারা ভালোকিছু করার জন্য বদ্ধপরিকর।

পরের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারায় তারা, এবং শেষ ম্যাচে ডেনমার্কের সাথে গোলশূন্য ড্র করলেও গ্ৰুপের চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয় ফ্রান্স।

দ্বিতীয় রাউন্ড:-

দ্বিতীয় রাউন্ডে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন লিও মেসির আর্জেন্টিনার মুখোমুখি হয় তারা। মেসিদের ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা।

কোয়ার্টার ফাইনাল:-

কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। তাঁদের হয়ে গোল দুটি করেন রিয়াল মাদ্রিদের রাফায়েল ভারানে আর আতলেতিকো মাদ্রিদের আন্তয়াইন গ্রীয়েজম্যান।

সেমি ফাইনাল:-

বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট পায় ফ্রান্স। ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন বার্সা বয় স্যামুয়েল উমতিতি।

ক্রোয়েশিয়া

প্রথম রাউন্ড:-

প্রথম ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করে ক্রোয়েশিয়া। আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ড্র করায় পরের ম্যাচে তাদের হারলেই গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত হবে তাঁদের।

এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে প্রবল বিক্রমে আর্জেন্টাইনদের ৩-০ গোলে পরাজিত করে ক্রোয়েশিয়া।

শেষ ম্যাচেও আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে যায় ক্রোয়েশিয়া।

দ্বিতীয় রাউন্ড:-

দ্বিতীয় রাউন্ডে তুলনামূলক সহজ প্রতিপক্ষের সামনে পড়ে ক্রোয়েশিয়া। কিন্তু বিশ্বকাপের আসরে কোন দলই সহজ না সেটাই প্রমান করে ডেনমার্ক। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর পেনাল্টি শ্যুট আউটে ৩-২ গোলে জয়লাভ করে ক্রোয়েশিয়া।

কোয়ার্টার ফাইনাল:-

স্বাগতিক রাশিয়ার বিপক্ষে জয় পাওয়ার জন্য আর ও বেশি বেগ পেতে হয় তাদের। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দুই দল একটি করে গোল করে ফলাফল ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। এবার ও শ্যুট আউটে গোল রক্ষক সুবাসিচের দৃঢ়তায় সেমিফাইনালের টিকেট পায় ক্রোয়েশিয়া।

সেমিফাইনাল:-

সেমিফাইনালে তারুণ্য নির্ভর ইংল্যান্ডের মুখোমুখি হয় তারা। খেলার মাত্র পাঁচ মিনিটেই ট্রিপিয়ার এর গোলে পিছিয়ে পড়ে ক্রোয়েশিয়া। পেরিসিচের গোলে সমতা এনে নির্ধারিত নব্বই মিনিট শেষ করে দুই দল।

অতিরিক্ত সময়ে মারিও মান্দজুকিচের গোলে শেষ হাসি হাসে ক্রোয়েশিয়া।

যে দল যেমন ভাবেই ফাইনালে উঠুক না কেন ফাইনালের ৯০ মিনিট কেউ কাউকে ছাড় দেবে না।

একটা ম্যাচ কোন এক দলকে দিবে বিশ্বসেরার খেতাব অন্য দল হতাশায় মুষড়ে পড়বে।

যেই দলই জিতুক জয় হবে ফুটবলের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে