ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

আজকের ফাইনাল ম্যাচ নিয়ে কী বলছেন তারকারা!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ১৫:৫৯:১০
আজকের ফাইনাল ম্যাচ নিয়ে কী বলছেন তারকারা!

ক্রোয়েশিয়া জিতলে বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন। আর ফ্রান্স জিতলে চ্যাম্পিয়নদের অভিজাত ক্লাবের সদস্য সংখ্যা আটেই আটকে থাকবে।

আজকের ফাইনাল ও খেলোয়াড় নিয়ে কী বলছেন তারকারা!

* আমরা গত চার বছর যে গর্ব অনুভব করেছি, নতুন চ্যাম্পিয়নদের মধ্যে তা ছড়িয়ে দেব। এই সুন্দর খেলার এটাই তো শক্তি।

-ফিলিপ লাম

* বিশ্বকাপ জয়ের এটাই সুযোগ। গোল্ডেন বল জিতব কিনা, এ নিয়ে আমি ভাবছি না।

-আঁতোয়া গ্রিজমান

* ইতিহাস ইতিহাসই। অতীত অতীতই। ফ্রান্স সেবার শিরোপা জিতেছিল। এবার আমরা জিততে চাই।

-রাকিতিচ

* কিলিয়ান এমবাপ্পে বিশ্ব ফুটবলে এক বিপ্লবের নাম।

-দিয়েগো ম্যারাডোনা

* এমন সুযোগ জীবনে একবারই আসে। ক্রোয়েশিয়াকে গর্বিত করার সুযোগ আমরা কিছুতেই হাতছাড়া করতে পারি না।

-ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ

* আমি পেছনে তাকাতে পছন্দ করি না। বর্তমানে বাঁচি। আমরা যখন বিশ্বকাপ জিতেছিলাম, এই দলের অনেকেরই তখন জš§ হয়নি। আমি চাই ওরা ফ্রান্সের ফুটবল ইতিহাস নতুন করে লিখুক।

-ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম

* আমি চাই গ্রিজমান একদিনের জন্য জিদান হয়ে উঠুক

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে