ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপ ফাইনালে গ্যালারী আর মঞ্চ মাতাবেন যারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ১৫:৫৪:২৮
বিশ্বকাপ ফাইনালে গ্যালারী আর মঞ্চ মাতাবেন যারা

বিশ্বকাপ উদ্বোধনী অনষ্ঠানে তেমন কোন অনুষ্ঠান না থাকলে সমাপনী অনুষ্ঠানে চমক দেখাতে যাচ্ছে রাশিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ২০ দেশের রাষ্ট্র প্রধান,শিল্পী এবং বিখ্যাত রাজনৈতিক ব্যাক্তিত্ব বর্গ।এবার ফাইনালেও থাকছে না ব্যতিক্রম।

ফ্রান্সকে সমর্থন দিতে মাঠে থাকবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে থাকবেন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলা ক্রোয়েশিয়া প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার-কিতারোভিচ।রাজনৈতিক ব্যক্তিদের ছাড়াও ক্রীড়াঙ্গনের তারকারা মাতাবেন গ্যালারি। থাকবেন গতিদানব উসাইন বোল্ট। একই সঙ্গে থাকবেন বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘দ্য রোলিং স্টোনস’ তারকা মিক জ্যাগার।

এছাড়া ফাইনাল শুরুর আগে সুরে সুরে মঞ্চ মাতাবেন হলিউড অভিনেতা ও র‌্যাপ গায়ক উইল স্মিথ। সমাপনী আয়োজনে টুর্নামেন্টের ২১তম আসরের থিম সং ‘লিভ ইট আপ’ গাইবেন তিনি। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের মঞ্চে উইল স্মিথের সঙ্গে গলা মেলাবেন পুয়ের্তোরিকান সংগীতশিল্পী র‌্যাপার নিকি জ্যাম ও কসোভার গায়িকা ইরা ইসত্রেফি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে