ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রোনালদোকে কিনতে মোট কত টাকা খরচ হলো জুভেন্টাসের ?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ১৩:২২:৫৯
রোনালদোকে কিনতে মোট কত টাকা খরচ হলো জুভেন্টাসের ?

তবে এই ১০৫ মিলিয়নই চূড়ান্ত খরচ নয় জুভেন্টাসের। আনুষঙ্গিক আরও খরচ করতে হয়েছে তুরিনের `ওল্ড লেডি’দের।

জুভেন্টাসের শুরুতেই খরচ হয়েছে ১০০ মিলিয়ন ইউরো। যেটার পুরোটাই পেয়েছে রিয়াল মাদ্রিদ। এরসঙ্গে আরও ৫ মিলিয়ন ‘অ্যাড-অনস’ হিসেবে পেয়েছে রিয়াল। এছাড়া রোনালদোর এজেন্ট পেয়েছেন মোট ট্রান্সফারের ২০ ভাগ। অর্থাৎ হোর্হে মেন্দেজ পেয়েছেন ২০ মিলিয়ন ইউরো।

রোনালদো বছরে আয় করবেন ৬০ মিলিয়ন ইউরো। যদিও বেতনের অর্ধেক চলে যাবে কর দিতে যেয়ে। সব কিছু মিলিয়ে ৪ বছরে রোনালদো ২৪০ মিলিয়ন ইউরো আয় করবেন। এছাড়া ‘সলিডারিটি ফি’হিসেবে জুভেন্টাসকে আরও ৫ মিলিয়ন খরচ করতে হয়েছে।

সব কিছু মিলিয়ে ৪ বছরে জুভেন্টাস রোনালদোর পিছনে ৩৭০ মিলিয়ন খরচ করবে। অবশ্য জার্সি বিক্রি সহ শেয়ারের দাম সবকিছু মিলিয়ে জুভেন্টাসের ৪০০ মিলিয়ন তুলতে বেশি সময় লাগার কথা না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে