ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

আন্ডারউডকে ছাড়িয়ে গেলেন সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ১৩:১১:১৬
আন্ডারউডকে ছাড়িয়ে গেলেন সাকিব

উইন্ডিজদের বিপক্ষে সদ্য সমাপ্ত জ্যামাইকা টেস্টের দ্বিতীয় ইনিংসেই বল হাতে ৩৩ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। এর ফলে সাবেক পেসার রবিউল ইসলামকে ছাড়িয়ে দেশের বাইরে সেরা বোলার এখন সাকিব।

তবে এর পাশাপাশি যে আরও একটি রেকর্ডেও নাম লিখিয়েছেন টাইগার অধিনায়ক সেটি হয়তো জানেন না অনেকেই। বাঁহাতি স্পিনার হিসেবে নিজের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে মোট ১৮বার পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েছেন সাকিব।

এর মাধ্যমে তিনি টপকে গিয়েছেন সাবেক ইংলিশ স্পিনার ডেরেক আন্ডারউডকে। অবসরের আগে মোট ৮৬টি টেস্টে ১৭ বার ৫ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি। সেই উডকে মাত্র ৫৩টি ম্যাচ খেলেই ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান।

এই তালিকায় বর্তমানে টাইগার অধিনায়কের অবস্থান তিন নম্বরে। টাইগার অলরাউন্ডারের ঠিক আগের স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেটরি। ১১৩টি টেস্টে মোট ২০ বার ৫ উইকেটের মুখ দেখেছেন তিনি।

সুতরাং ভেটরিকে যে খুব দ্রুত ছাড়িয়ে যাবেন সাকিব সেটি বলাই বাহুল্য। তালিকার সবার ওপরে রয়েছেন লঙ্কান স্পিন তারকা রঙ্গনা হেরাথ। এখন পর্যন্ত ৯১টি টেস্টে সর্বোচ্চ ৩৩ বার ৫ উইকেটের দেখা পেয়েছেন তিনি।

তবে দুঃখের বিষয় সাকিবের রেকর্ডের দিনেও পরাজয়ের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৬৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে সিরিজে ধবল ধোলাইয়ের লজ্জায় পড়তে হয়েছে লাল সবুজের দেশটিকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে