ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ হেরেও সেরার পুরস্কার জিতলেন সাকিব ও মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ১১:১৪:৩৮
দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ হেরেও সেরার পুরস্কার জিতলেন সাকিব ও মিরাজ

পরে ব্যাটিংয়ে নেমে হাফ সেঞ্চুরি করেন টাইগার অধিনায়ক। ৫৪ রান করে আউট হন তিনি। টেস্টে এটি তার ২৩তম অর্ধশত। ব্যাটে ও বলে দারুণ পারফরম্যান্স করায় কোয়ালিটি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পান সাকিব আল হাসান।

অন্যদিকে, মেহেদী হাসান মিরাজ দুই ম্যাচ মিলিয়ে দশটি উইকেট শিকার করেছেন। তিনি পেয়েছেন ওয়ালটন স্মার্ট প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার। দ্বিতীয় ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার। প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কারও উঠেছে জ্যাসন হোল্ডারের হাতে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ২২, ২৫ ও ২৮ আগস্ট। এরপর ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩১ জুলাই, ৪ ও ৫ আগস্ট।

কোয়ালিটি প্লেয়ার অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান (বাংলাদেশ)

স্মার্ট প্লেয়ার অব দ্য সিরিজ: মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে