ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

উইন্ডিজে হোয়াইটওয়াশই হল বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ১১:১১:১৯
উইন্ডিজে হোয়াইটওয়াশই হল বাংলাদেশ

শনিবার জয়ের জন্য ৩৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। তিন নম্বরে নামা মোমিনুল হকের সাথে জুটি গড়ে দলকে আশা দেখাচ্ছিলেন অন্য ওপেনার লিটন দাস। কিন্তু দলীয় ৪০ রানের মাথায় আউট হয়ে যান লিটন। এদিন ৩৩ রান করেন তিনি। তারপর বাংলাদেশের ইনিংস ছিল মূলত নিয়মিত ব্যবধানে উইকেট পতনের প্রদর্শনী।

এদিন ধংসস্তুপে দাঁড়িয়ে একাই লড়াই করেছেন টাইগার অধিনায়ক সাকিব। ১০টি চারের সমন্বয়ে ৫৪ রান করেন তিনি। কিন্তু দলীয় ১৬২ রানে সাকিব আউট হলে আর মাত্র ৬ রান স্থায়ী হয় বাংলাদেশের ইনিংস। মুশফিকুর রহীম ৩১ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু স্বাগতিকদের কাছে ১৬৬ রানের হার এড়াতে সেটি যথেষ্ট ছিল না।

এই টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিতে নেতৃত্ব দেন ক্যারিবিয় অধিনায়ক হোল্ডার নিজে। প্রথম ইনিংসে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন তিনি।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২৯ রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাতেই অবশ্য ৩৩৪ রানের লিড পেয়ে যায় তারা। মূলত সাকিব আল হাসানের ঘূর্ণিতেই ধসে যায় স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ। ৩৩ রান দিয়ে ৬ উইকেট নেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজ নিদের প্রথম ইনিংসে ৩৫৪ রান করে অল আউট হয়। মেহেদী হাসান মিরাজ ৯৩ রানে ৫ উইকেট নেন। আর বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করে ১৪৯ রান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে