ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

সেরেনাকে হারিয়ে উইম্বলডনে সেরা কেরবার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ১১:০৭:৩০
সেরেনাকে হারিয়ে উইম্বলডনে সেরা কেরবার

৩০ বছর বয়সী কেরবার শনিবার সেরেনাকে ৬-৩, ৬-৩ গেমে হারান। একাদশ বাছাই কেরবার ২০১৬ সালে অস্ট্রেলিয়া ওপেন জিতেন। একই বছর জিতেন ইউএস ওপেনও। অন্যদিকে সেরানা সাফল্যে যোজন যোজন এগিয়ে কেরবারের থেকে। ২৩টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা।

সন্তান জন্ম দিতে মাঝে কোর্ট থেকে দূরে ছিলেন সেরেনা। ফেরার পর এটি ছিল তার চতুর্থ টুর্নামেন্ট।

এদিকে, ছেলেদের এককে রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। রোববার ফাইনালে তার প্রতিপক্ষ কেভিন অ্যান্ডারসন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে