ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন পান্না ঘোষ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ০১:০৩:৫২
বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন পান্না ঘোষ

শুরুতে ব্যাটিংয়ে নেমে আয়েশা রহমানের ক্যারিয়ার সেরা ৪৬ রানের উপর ভর করে আয়্যারল্যান্ড নারী ক্রিকেট দলকে ১২২ রানের টার্গেট দেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের বোলিং তোপে মাত্র ৯৭ রানেই অলআউট হয় ইংল্যান্ড।

বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম ছিলেন পান্না ঘোষ। বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের প্রায় শুরু থেকেই জড়িয়ে আছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সও করেছেন। তবে পাদপ্রদীপের আলোয় খুব একটা আসেননি। এবার বড় মঞ্চে ছড়ালেন আলো। বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ফাইনালে এই পেসার নিয়েছেন ১৬ রানে ৫ উইকেট!

সেমি-ফাইনাল জিতে বিশ্বকাপ খেলা আগেই নিশ্চিত করেছিল দুই দল। ফাইনালটি ছিল মর্যাদার লড়াই। ২০১৫ সালে ব্যাংককে বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এবার সেই প্রতিশোধ নিয়ে অপরাজিত থেকে শিরোপা জিতল বাংলাদেশের মেয়েরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে