ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ভারতকে উড়িয়ে দিয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৫ ০১:০২:৩১
ভারতকে উড়িয়ে দিয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড

ইংলিশদের দেয়া ৩২৩ রানের বড় টার্গেটে খেলতে নেমে কখনই ম্যাচে ছিলনা ভারত। দলীয় ৬০ রানের মধ্যেই প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে তারা। এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক বিরাট কোহলি ও সুরেশ রায়নার ৮০ রানের জুটিতে ম্যাচে ফেরার আভাস দেয় ভারত। তবে মাত্র ১৪ রানের ব্যবধানে কোহলি ৪৫ ও রায়না ৪৬ রানে ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। এরপর ধোনি চেষ্টা করলেও তাকে আর কেউ সংজ্ঞ দিয়ে ব্যর্থ হলে নির্ধারিত ৫০ ওভারে ২৩৬ রানে থামে ভারতের ইনিংস।

ইংল্যান্ডের লিয়ান প্লাঙ্কেট ৪টি ও ডেভিড উইলি ও আদিল রশিদ ২ টি করে উইকেট নেন।

এর আগে জো রুটের সেঞ্চুরিতে ভারতকে ৩২৩ রানের টার্গেট দেয় স্বাগতিক ইংল্যান্ড।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টোর ব্যাটে ভালো শুরু পায় ইংল্যান্ড। ১০.২ ওভারে ৬৯ রান যোগ করে এই জুটি। এরপর অল্প সময়ের ব্যবধানে বেয়ারস্টো ৩৮ ও রয় ৪০ রানে ফিরে গেলে ম্যাচে ফেরে ভারত।

তবে তৃতীয় জো রুট ও অধিনায়ক ইয়ন মরগান ১০৩ রানের জুটি গড়ে আবার চালকের আসনে বসান ইংল্যান্ডকে। তবে নিজের ফিফটি তুলে নিয়ে ৫৩ রান করে মরগান ফিরে গেলে দ্রুত ফিরে যান স্টোকস, বাটলার ও মইন আলী ফিরে গেলে মনে হচ্ছিল সম্মান জনক স্কোর গড়তে ব্যর্থ হবে ইংল্যান্ড। তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড উইলি তার ৩১ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস ও অপরপ্রান্তে জো রুটের দুর্দান্ত এক সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করে ইংল্যান্ড। ৮ চার ও ১ ছক্কায় ১১৬ বলে অপরাজিত থাকেন রুট।

ভারতের কুলদ্বীপ যাদব ৩টি উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড : ৩২২/৭(৫০) রুট-১১৩(১১৬), মরগান-৫৩(৫১), উইলি-৫০(৩১)। কুলদ্বীপ- ১০-০-৬৮-৩, চাহাল-১০-০-৪৩-১।

ভারত : ২৩৬/১০(৫০) কোহলি-৪৫(৫৬), রায়না-৪৬(৬৩), ধোনি-৩৭(৫৯)। প্লাঙ্কেট – ১০-১-৪৬-৪, উইলি-১০-০-৪৮-২।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে