ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রুটের সেঞ্চুরিতে ভারতকে ৩২৩ রানের বড় টার্গেট দিল ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ২৩:১৯:১০
রুটের সেঞ্চুরিতে ভারতকে ৩২৩ রানের বড় টার্গেট দিল ইংল্যান্ড

টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টোর ব্যাটে ভালো শুরু পায় ইংল্যান্ড। ১০.২ ওভারে ৬৯ রান যোগ করে এই জুটি। এরপর অল্প সময়ের ব্যবধানে বেয়ারস্টো ৩৮ ও রয় ৪০ রানে ফিরে গেলে ম্যাচে ফেরে ভারত।

তবে তৃতীয় জো রুট ও অধিনায়ক ইয়ন মরগান ১০৩ রানের জুটি গড়ে আবার চালকের আসনে বসান ইংল্যান্ডকে। তবে নিজের ফিফটি তুলে নিয়ে ৫৩ রান করে মরগান ফিরে গেলে দ্রুত ফিরে যান স্টোকস, বাটলার ও মইন আলী ফিরে গেলে মনে হচ্ছিল সম্মান জনক স্কোর গড়তে ব্যর্থ হবে ইংল্যান্ড। তবে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিড উইলি তার ৩১ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস ও অপরপ্রান্তে জো রুটের দুর্দান্ত এক সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রান করে ইংল্যান্ড। ৮ চার ও ১ ছক্কায় ১১৬ বলে অপরাজিত থাকেন রুট।

ভারতের কুলদ্বীপ যাদব ৩টি উইকেট লাভ করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে