ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রেকর্ড গোলের পাতায় নাম লেখালো বেলজিয়াম-ইংল্যান্ড ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ২৩:১১:৫৯

সেমিফাইনালে হারের দুঃখ ভুলার আগেই মাঠে নেমেছে ইংল্যান্ড-বেলজিয়াম। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়ছে দু’দল। সান্ত্বনার জয় পেতে চায় উভয়ই। তবে শুরুতেই এগিয়ে গেল বেলজিয়ানরা। এ মুহূর্তে ১-০ গোলে এগিয়ে হ্যাজার্ড-লুকাকুরা।

তৃতীয় হওয়ার লড়াইয়ে সেন্ট পিটার্সবার্গে খেলতে নামে ইংল্যান্ড-বেলজিয়াম। ঘড়ি কাঁটা ৫ মিনিট ঘোরার আগেই গোল পেয়ে যায় বেলজিয়াম। ৪ মিনিটে নাসের শ্যাডলির অ্যাসিস্ট থেকে নিশানাভেদ করেন থমাস মিউনিয়ার। বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে একটি গোলেই রেকর্ডের পাতায় উঠে গেল বেলজিয়াম ও ইংল্যান্ডের নাম। ম্যাচের চতুর্থ মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার থমাস মুনিয়ের গোল করে রেড ডেভিলসদের এগিয়ে দেন। আর এর ফলে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দ্রুত গোল করার রেকর্ড গড়লো বেলজিয়াম।

রেকর্ড হয়েছে ইংল্যান্ডেরও, তবে তাদেরটি অপ্রত্যাশিত। বিশ্বকাপ ইতিহাসে ইংলিশরা সবচেয়ে দ্রুত গোল হজম করার রেকর্ড গড়লো।

বেলজিয়াম একাদশ

থিবাত কর্তোয়া (গোলরক্ষক), ভিনসেন্ট কম্পানি, ইয়ান ভার্টোঙ্গেন, টবি অ্যালডারউইয়ারল্ড, অ্যাক্সেল উইটজেল, কেভিন ডি ব্রুইনা, টাইলিমান্স, থমাস মিউনিয়ার, রোমেলু লুকাকু, এডেন হ্যাজার্ড ও নাসের শ্যাডলি।

ইংল্যান্ড একাদশ জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), রোজ, জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, কেইরান ট্রিপার, ফিল জোনস, ফাবিয়েন ডেলফ, এরিক ডায়ার, লফটাস-চেক, হ্যারি কেন (অধিনায়ক) ও রাহিম স্টার্লিং।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে