ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সঞ্জয় দত্তকে নিয়ে যে মন্তব্য করলেন মেয়ে

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ১৭:৪০:৫৯
সঞ্জয় দত্তকে নিয়ে যে মন্তব্য করলেন মেয়ে

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগে ইনস্টাগ্রামের নতুন ফিচার ‘অ্যাস্ক মি কোয়েশ্চন’-এ ভক্তরা ত্রিশলাকে অনেক ধরনের প্রশ্ন করতে থাকেন। তারকা-কন্যা সেইসব প্রশ্নের উত্তরও দিয়েছেন। এসব প্রশ্নের মধ্যে একজন ভক্ত জিজ্ঞেস করেন, ‘সঞ্জয় দত্তের মেয়ে হিসেবে আপনার অনুভূতি কেমন?’

এ প্রশ্নের উত্তরে ত্রিশালা বলেন, ‘সত্যি কথা বলতে, এ অনুভূতি খুবই সাধারণ। আমার মনে হয় অন্য সবার বাবার মতোই আমার বাবা। তার সঙ্গে যখন আমি থাকি, তখন আমার মনে হয় আমি বাবার সঙ্গেই আছি। এতে কোনো ভিন্নতা নাই। আপনার সঙ্গে আপনার বাবার অনুভূতি যেমন, আমার কাছেও আমার বাবার অনুভূতি তেমন।’

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সঞ্জয় দত্তের প্রয়াত প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশালা। ১৯৯৬ সালে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান রিচা। ছোটবেলা থেকে নানা-নানির সঙ্গে যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন ত্রিশালা। বর্তমানে তিনি নিউ ইয়র্কে বসবাস করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে