ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

অামার ভাবমূর্তি বদলাতে কেউ ৩০-৪০ কেটি টাকা খরচ করবে না: সঞ্জয়

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ১৭:৩৯:৪৬
অামার ভাবমূর্তি বদলাতে কেউ ৩০-৪০ কেটি টাকা খরচ করবে না: সঞ্জয়

কিন্তু এবার আর সঞ্জয় দত্ত চুপ রইলেন না। তিনি নিজেই সামনে এগিয়ে এসেছেন প্রশ্নের উত্তর দিতে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সঞ্জয় বলেছেন, ‘আমার ভাবমূর্তি বদলানোর জন্য নিশ্চয়ই কেউ ৩০-৪০ কোটি টাকা খরচ করবে না বলে আমার মনে হয়। টাকার অংকটা অনেক বড়। সবাই সবার নিজস্ব চিন্তার কথা জানাচ্ছে। সত্য যেটা সেটাই আমি বলেছি আর ভারতের জনগণ সেটা গ্রহণ করেছে। সাধারণ মানুষ আমার জীবন থেকে শিক্ষা গ্রহণ করেছে। আর তা দেখে আমি খুশি হয়েছি।’

সঞ্জয় দত্তের জীবনের বিভিন্ন অধ্যায়কে তুলে ধরা হয়েছে ‘সঞ্জু’ ছবিতে। তার যৌবনের মাদকাসক্তি থেকে শুরু করে বলিউড, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারাগারে দিনযাপন সব কিছুই বর্ণনা করা হয়েছে এই ছবিতে।

সঞ্জয় দত্ত বলেন, ‘ছবিতে দেখানো নিজের জীবনের সেই পুরনো দিনগুলোতে ফিরে যাওয়া বেশ কঠিন ছিল। নিজের জীবনটা ফিরে দেখা অনেক কষ্টকর।’

‘সঞ্জু’ ছবির ট্রেলার

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, সঞ্জয়ের জীবনের একাধিক অধ্যায় নিয়ে তৈরি ‘সঞ্জু’ ছবির কাহিনি বিক্রির জন্য সঞ্জয় দত্তের সঙ্গে বিশাল দর কষাকষি করা হয়। শেষমেষ ১০ থেকে ১১ কোটি টাকায় সমঝোতা হয়। এ ছাড়া ছবি থেকে যা লাভ হবে তার একটি অংশ সঞ্জয় দত্তকে দেওয়ার চুক্তি করেন প্রযোজক বিধুবিনোদ।

প্রথম সপ্তাহতেই ‘সঞ্জু’ ছবিটি ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। সঞ্জয় দত্তের বায়োপিকে কেন্দ্রীয় চরিত্রে রণবীর কাপুরের পাশাপাশি দিয়া মির্জা, আনুশকা শর্মা, সোনম কাপুর, ভিকি কৌশল,পরেশ রাওয়াল এবং মনীষা কৈরালা প্রধান চরিত্রে অভিনয় করেন।

সূত্র: এনডিটিভি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে