ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ছয় বছর বয়সেই ‘বিশ্বকাপের স্বপ্ন দেখতেন’ এমবাপ্পে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ১৭:৩৪:৫৩
ছয় বছর বয়সেই ‘বিশ্বকাপের স্বপ্ন দেখতেন’ এমবাপ্পে

রাশিয়া বিশ্বকাপে দক্ষতা ও গতির ঝড়ে বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে এমবাপ্পে। বল পায়ে খেলার গতিপথ পাল্টে দিতে জুড়ি নেই তার। ১৯৫৮ সালের বিশ্বকাপে কিশোর পেলে এক ম্যাচে দুই গোল করেছিলেন। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে দুই গোল করে সেই রেকর্ডে পেলের সঙ্গে নাম তুলেছেন এই ফরাসি তারকা।

১৯৯৮ সালে ফ্রান্স যখন সর্বশেষ বিশ্বকাপের শিরোপা জিতে, তখনো জন্ম হয়নি এমবাপ্পের। কিন্তু এমবাপ্পে বড় হয়ে উঠেছেন জিনেদিন জিদানের মতো ফুটবল তারকার গল্প শুনে, যিনি একসময় শাসন করতেন বিশ্ব ফুটবলকে।

মাত্র ছয় বছর বয়সেই বিশ্বকাপে জয়ের ইচ্ছার কথা জানিয়েছিলেন এমবাপ্পে। সেটি জানিয়েছেন এমবাপ্পের প্রথম কোচ অ্যান্তোনিও রিকার্ডি। তিনি বলেন, ‘আমার এখনো মনে আছে, এমবাপ্পে বলেছিল, সে ফ্রান্স দলের হয়ে খেলতে চায় এবং বিশ্বকাপ জিততে চায়। কথাটি শুনে আমরা অনেক হেসেছিলাম। কারণ তখন তার বয়স ছিল মাত্র ছয় বছর।’

রাশিয়া বিশ্বকাপে এক ম্যাচ জিতলেই এমবাপ্পের শিরোপা জয়ের ইচ্ছা পূরণ হবে। ফ্রান্সের জার্সিতে মাঠে নেমে দলকে বিশ্বকাপের ফাইনালে ওঠানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকার রেখেছেন তিনি।

১৫ জুলাই মস্কোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনাল জিততে পারলেই সেই স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন হয়ে যাবে এমবাপ্পের।

সূত্র: ডেইলি মেইল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে