ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ফুটবলের পর ক্রিকেট মাঠেও নেইমার!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ১৬:০৪:৫১
ফুটবলের পর ক্রিকেট মাঠেও নেইমার!

যেন তাকেই অনুসরণ করছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

ইংল্যান্ড-ভারত সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আট উইকেটে জয়ী হয়েছে ভারত। ঘটনা ওই ম্যাচেরই। ম্যাচের একটি মুহূর্তে বল করার পর রান আউটের সম্ভাবনা দেখা দেয়। ননস্ট্রাইক প্রান্তে ফিল্ডার হয়ে দাঁড়িয়ে যান বোলার চাহাল। ফিল্ডার হার্দিক পান্ডিয়া বল নিয়ে সরাসরি থ্রো করেন চাহালের দিকে। বল তালুবন্দি করতে পারেননি তিনি। বল সরাসরি লাগে চাহালের হাঁটুতে। ব্যথা পেয়ে নেইমারের ভঙ্গিতে গড়াগড়ি খেতে থাকেন চাহাল। পরে অবশ্য নিজেই হেসে ওঠেন। মজা করেছেন চাহাল। সমর্থকরাও মজা করে বলছেন, ক্রিকেটেও এবার একজন নেইমারের দেখা পাওয়া গেল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে