ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

জ্যামাইকাতেও ব্যাটিং দুর্দশায় বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ১১:৩৩:০৯
জ্যামাইকাতেও ব্যাটিং দুর্দশায় বাংলাদেশ

নিজেদের প্রথম ইনিংসে ভালো শুরুর পরও মাত্র ১৪৯ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। ওপেনার তামিমের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪৭ রান। এছাড়া কেউই উইকেটে দীর্ঘক্ষণ টিকে থাকতে পারেনি। অথচ লাঞ্চ বিরতির আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ।

২ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১০ রান করে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা। লাঞ্চ থেকে ফিরে দলীয় ২০ রানে লিটন ব্যক্তিগত ১২ রানে শ্যানন গ্যাব্রিয়েলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন।

২ বল পরেই মমিনুল কোনো রান না করেই শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। তৃতীয় উইকেটে ওপেনার তামিমের সাথে জুটি গড়ে বিপর্যয় সামাল দেন অধিনায়ক সাকিব আল হাসান। এই দুজন ৫৯ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে। সাকিব ব্যক্তিগত ৩২ রানে শ্যানন গ্যাব্রিয়েলের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

এর পর পরই মাহমুদুল্লাহ কোনো রান না করেই জ্যাসন হোল্ডারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন। দ্রুত দুই উইকেট পতনের পর বড় বিপদে পড়ে বাংলাদেশ। তবে মুশফিক ও উইকেটে জমে যাওয়া তামিমের ব্যাটে দ্বিতীয় সেশন পার করে বাংলাদেশ।

কিন্তু চা পান বিরতির পর ফের বিপদে পড়ে বাংলাদেশ। কিমো পোলের করা ইনিংসের ৩৭তম ওভারে ব্যক্তিগত ৪৭ রানে আউট হন তামিম। ১০৫ বল খেলে ৪৭ রানে থামতে হয় তামিমকে। ঠিক পরের বলে ফের আঘাত হানেন অভিষিক্ত পোল।

শুন্য রানে প্রথম টেস্টে রান করা নুরুলকে সাজঘরে পাঠান তিনি। সেখান থেকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করার চেষ্টায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ। হোল্ডারের বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১৪৯ রানে অল আউট হয়েছে বাংলাদেশ।

হোল্ডার একাই নিয়েছেন পাঁচ উইকেট। শেষ বেলায় এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। সতর্ক ব্যাটিংয়ে ইনিংসের সুচনা করলেও সাকিব আল হাসানের আর্ম বলে পরাস্ত হন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ব্র্যাথওয়েট।

শেষ পর্যন্ত এক উইকেটে ১৯ রান ও ২২৪ রানের বিশাল লিড নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। এর আগে টসে হেরে আগে ব্যাট করে ব্র্যাথওয়েট ও হেটমায়ারের ব্যাটিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ৩৫৪ রান তুলতে সক্ষম হয়। ব্র্যাথওয়েট ১১০ ও হেটমায়ার ৮৬ রান করেন। বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ পাঁচ উইকেট শিকার করেন। এছাড়া পেসার আবু জায়েদ রাহি তিন উইকেট নিয়েছেন।

বাংলাদেশ একাদশঃ

সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, কাজী নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহী।

ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ

জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্র‍্যাথওয়েট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডাওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, কিমো পল, কাইরন পাওয়েল, ডেভন স্মিথ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে