ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

মোসাদ্দেকের প্রেরণায় অনূর্ধ্ব ১৯ দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ১১:৩২:১৮
মোসাদ্দেকের প্রেরণায় অনূর্ধ্ব ১৯ দল

দেশ ছাড়ার আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভালো খেলার প্রত্যাশার কথা জানিয়ে গিয়েছেন এই দুই ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে খেলা যথেষ্ট কঠিন হবে বলে মনে করছেন টাইগার অলরাউন্ডার সৈকত।

তবে একদিক থেকে কিছুটা সুবিধাই পাচ্ছেন তিনি। কেননা এর আগে অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলার সময় উইন্ডিজ সফরে যাওয়ার সুযোগ হয়েছিলো তাঁর। সুতরাং সেখান থেকে আত্মবিশ্বাস পাচ্ছেন তিনি। এই প্রসঙ্গে সৈকত বলেন,

'সবাই জানে যে এটি কঠিন কন্ডিশন আমাদের জন্য। এর আগে টিভিতে খেলা দেখেছি। এই কন্ডিশনে এর আগেও খেলা হয়েছে। ওয়ানডেগুলো যেখানে খেলা এর আগে সেখানে আমি অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে সেই অভিজ্ঞতা কিছুটা কাজে লাগবে।'

এদিকে স্পিনার নাজমুল অপু জানিয়েছেন, জয়ের জন্যই উইন্ডিজ সফরে যাচ্ছেন তারা। তিনি আশাবাদী এই সফরে ভালো কিছু নিয়েই ফিরে আসতে পারবে বাংলাদেশ দল। এই প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন,

'অনেকের সাথে কথা হয়েছে। সবাই বললো যে সমস্যা হয়েছিলো, ইনশাল্লাহ পরে সব ঠিক হয়ে যাবে। সুতরাং সবকিছু মিলিয়ে ভালোই হবে। অবশ্যই নিজেদেরকে উপরে রাখবো কারণ আমরা জেতার জন্যই যাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছুই হবে।'

উল্লেখ্য চলতি মাসের ২২ তারিখ গায়ানায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। আর সেই সিরিজের পর অনুষ্ঠিত হবে তিনটি টি টুয়েন্টি ম্যাচের সিরিজ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে