ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ স্কোয়াডে ডাক পাচ্ছেন আরিফুল-আল আমিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ১১:৩১:১৯
বাংলাদেশ স্কোয়াডে ডাক পাচ্ছেন আরিফুল-আল আমিন

সবকিছু ঠিক থাকলে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ই জুলাই।

এরপর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ এবং ২২ তারিখে। আর এই সিরিজের জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার আরিফুল হক এবং আল-আমিন জুনিয়র।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি, তবে জানা গেছে এরই মধ্যে প্রথম ম্যাচ খেলতে সিলেটে দলের সাথে যোগ দিয়েছেন তারা।

উল্লেখ্য চলতি মাসের ৩১ তারিখে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

আর এই সিরিজে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে আরিফুল হকের। তার আগে 'এ' দলের হয়ে খেলার সুযোগ পাওয়ায় নিজেকে ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন আরিফুল।

শ্রীলঙ্কা ও বাংলাদেশ 'এ' দলের ওয়ানডে সিরিজের সূচি-

১। ১৭ই জুলাই, ২০১৮--- প্রথম একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)

২। ১৯ই জুলাই, ২০১৮---দ্বিতীয় একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)

৩। ২২শে জুলাই, ২০১৮--- তৃতীয় একদিনের ম্যাচ (ভেন্যুঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট)

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে