ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ওয়ানডে দলে যোগ দিতে উইন্ডিজে উড়াল দিলেন মোস্তাফিজসহ ছয় ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ১১:২২:৫৪
ওয়ানডে দলে যোগ দিতে উইন্ডিজে উড়াল দিলেন মোস্তাফিজসহ ছয় ক্রিকেটার

সন্ধ্যা সাড়ে সাতটায় উইন্ডিজের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন ৪ ক্রিকেটার, সাব্বির, মোসাদ্দেক, আবু হায়দার রনি ও নাজমুল অপু।একই বিমানে টিকিট না পাওয়ার কারণে ভিন্ন ফ্লাইটে আজ রাত পৌনে দুই টায় দেশ ছাড়েন পেসার মোস্তাফিজ এবং এনামুল হক বিজয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২২ জুলাই। তার আগে কিংস্টনে ১৯ জুলাই হবে একটি প্রস্তুতি ম্যাচ। টেস্ট সিরিজের দলে ছিলেন না এ ছয় ক্রিকেটার। ঘরের মাঠে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে খেলেছেন এনামুল হক বিজয় ছাড়া বাকী পাঁচজন।

সিলেটে লঙ্কানদের বিপক্ষে ৪ উইকেট নিয়ে ইনজুরি থেকে সেরে ওঠা পেসার মোস্তাফিজুর রহমানের প্রস্তুতিও ভালো হয়েছে। এর আগে চট্টগ্রামে প্রথম চারদিনের ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত।

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হেরেছে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজে এমন বাজে পারফরম্যান্স হবেনা বলে আত্মবিশ্বাসী ক্রিকেটাররা। বিমানবন্দরে তারা বলে গেছেন, ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে