ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

নেইমারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলো রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ১১:২১:৪৯
নেইমারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলো রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ

রিয়াল মাদ্রিদের পেরেজের কাছে আবেগের কোন মূল্য নেই। তিনি ব্যবসাটাই ভালো বুঝেন। এর আগেও ক্যাসিয়াস,পেপে,মোরাতা বা হামেস কে বিক্রি করতেও দ্বিতীয় বার ভাবেন নি। রোনালদোর ক্ষেত্রেও তাই। ইকার ক্যাসিয়াস কিংবা হামেস এর চোখের জল পেরেজের ব্যবসার চিন্তাকে বিন্দু পরিমাণ টলাতে পারেনি।

রিয়াল মাদ্রিদের হয়ে গত ৯ বছরে ৪৫১ গোল রোনালদোর। গড়ে প্রতি বছর ৫০ টি করে গোল! রোনালদোর রিপ্লেসমেন্ট পাওয়া সত্যিই কঠিন। ঠিক এমন পরিস্থিতিতে ট্রান্সফার বাজারে বড় গুজব ওঠে নেইমারের জন্য বিপুল পরিমাণ বিড করছে রিয়াল মাদ্রিদ। আরও অনেকের নামই আসছিল । সেই তালিকায় ছিল নেইমার, হ্যাজার্ড, এমবাপ্পের নাম ।

কিন্তু, বিষয় টি খোলাসা করলেন রিয়াস্ল মাদ্রিদের অফিসিয়াল সাইটে। তারা বলেন, ” পিএসজি তারকা নেইমার জুনিয়রকে রিয়ালে ক্রয়ের কোন পরিকল্পনা রিয়াল মাদ্রিদ সি.এফ কতৃপক্ষ নেয়নি।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ” দুই ক্লাবের মধ্যে সম্পর্ক অসাধারণ, তাই যদি কিছু সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদ একটি পিএসজি খেলোয়াড় নিয়োগের বিবেচনা করে তাহলে প্রথম যে কাজ করতে হবে তা হলসেই ক্লাবে যেতে হবে।”

সুতরাং, নেইমারকে কেনার তথ্যটি পুরোটাই গুজব ছাড়া আর কিছু নয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে