ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপ কোয়ালিফাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আজ মাঠে নামাছে বাঘিনীরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ১১:২০:৫৩
বিশ্বকাপ কোয়ালিফাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আজ মাঠে নামাছে বাঘিনীরা

সেমিতে স্কটল্যান্ডকে হারিয়ে ইতোমধ্যেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।এবার বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাঘিনীরা। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টায়।

ব্যাটে-বলে দারুণ ছন্দে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কয়েকদিন আগেই এশিয়া কাপের শিরোপা জিতেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে ইতোমধ্যে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে টাইগ্রেসরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

সম্প্রতি আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমা-রুমানারা। তাই ফাইনালে বেশ আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে তারা। ব্যক্তিগত পারফরম্যান্সেও বেশ উজ্জ্বল টাইগ্রেসরা। চলতি আসরে আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ফাহিমা খাতুন। নিয়মিত রানের দেখা পাচ্ছেন ফারজানা-নিগার-শামিমারাও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে