ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ব্র‍্যাথওয়েথের উইকেট নিয়ে দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ১১:২০:০৮
ব্র‍্যাথওয়েথের উইকেট নিয়ে দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ

তবে দ্বিতীয় ইনিংসে ফলোঅনে না পাঠিয়ে লিড নেয় উইন্ডিজরা। দ্বিতীয় ইনিংসে ২০৫ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে ওপেনিং জুটি ব্র্যাথওয়েট ও স্মিথ। দ্বিতীয় দিনের শেষদিকে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ব্র্যাথওয়েটকে বোন্ড করে ইনিংসের প্রথম উইকেট তুলে নিলেন সাকিব। আর এই সাফল্য নিয়েই দ্বিতীয় দিন শেষ করেছে সাকিব-মিরাজরা।

শেষ পর্যন্ত এক উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে এগিয়ে রয়েছে তারা।

জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছিল মিরাজ রাহীরা। ৪ উইকেটে ২৯৫ রান নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৪ রানে অল আউট করে দেয় বাংলাদেশ। ইনিংসে মেহেদি হাসান মিরাজ ৫ টি ও আবু জায়েদ রাহী ৩ টি উইকেট নেন। মিরাজ তার ক্যারিয়ারে চতুর্থবারের মত ইনিংসে ৫ উইকেট নেন।

কিন্তু এরপর ব্যাট হাতে নেমেই আবার নিয়মিত বিরতিতে উইকেট হারনো শুরু করে বাংলাদেশ। ১২ রান করে গ্যাব্রিয়েলের বলে এলবিডাব্লিউ আউট হন লিটন। যদিও রিপ্লে তে দেখা যায় আউট ছিল না এটি। কিন্তি লিটন রিভিউ না নিয়েই সাজঘরে ফিরে যান। তার পরই শুন্য রানে ফিরেন মমিনুল।

সাকিব-তামিম কিছুটা প্রতিরোধের চেষ্ঠা করলেও ৩২ রানে সাকিব ও ৪৭ রানে ফিরেন তামিম। অন্যদিকে রিয়াদ, নুরুল হাসান সোহানও রানের খাতা খুলার আগেই আউট হন।

আর বাংলাদেশ অল আউট হয় ১৪৯ রানে। ফলোঅন থেকে ৬ রান দুরে থাকতেই। যদিও ফলোঅন না করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ান অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অধিনায়ক হোল্ডার ৫ উইকেট ও গ্যাব্রিয়েল ও কিমা পল ২ টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৩৫৪/১০(ব্র‍্যাথওয়েথ ১১০, হেটমায়ার ৮৬, হোল্ডার ৩৩*)। মিরাজ – ২৯-৯-৯৩-৫, রাহী – ১৮-৭-৩৮-৩।

বাংলাদেশ ১ম ইনিংস : ১৪৯/১০(লিটন ১২, তামিম ৪৭, মুশফিক ২৪ ,সাকিব ৩২, তাইজুল ১৮) ।

উইন্ডিজ ২য় ইনিংস : ১৯-১(স্মিথ ৮*, ব্র্যাথওয়েট ৮,পাওয়েল ০*) সাকিব ১-১।

দ্বিতীয় ইনিংসে ২২৪ রানে এগিয়ে রয়েছে উইন্ডিজ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে