ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

লিভারপুলে যোগ দিলেন শাকিরি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ১১:১৯:১২
লিভারপুলে যোগ দিলেন শাকিরি

সুইস ক্লাব এফসি বাসেলের যুব একাডেমীর অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড় ছিলেন শাকিরি। একসময়ে খেলেছেন বায়ার্ন মিউনি, ইন্টাার মিলানের মত ক্লাবর হয়েও। তবে সবাইকে চমকে দিয়ে ২০১৫ সালে স্টোক সিটিতে যোগদান করেন শাকিরি। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে তাদের অবনমন নিশ্চিত হওয়ায় তারা শাকিরিকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়।

২৬ বছর বয়সী এই সুইস উইঙ্গারকে দলে টানার দৌড়ে লিভারপুলের সঙ্গে ছিল ইতালিয়ান ক্লাব ল্যাজিও। শেষ পর্যন্ত তাতে জয়ী মার্সিসাইড ক্লাবটি। অল রেডদের হয়ে ২৩ নাম্বার জার্সিতে মাঠ মাতাবেন শাকিরি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে