ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

বিদেশের মাটিতে মিরাজের নতুন কীর্তি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ০০:১৪:২৬
বিদেশের মাটিতে মিরাজের নতুন কীর্তি

নিজের টেস্ট অভিষেকেই ৬ উইকেট শিকার করে ক্রিকেট বিশ্বে হৈচৈ ফেলে দেয়া সেই মিরাজ এখনও ছুটে চলেছেন দুর্বার গতিতেই। শুধু দেশের মধ্যেই নয়, এখন দেশের বাইরেও নিজের উজ্জ্বল পারফর্মেন্সের স্বাক্ষর রাখা শুরু করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান জ্যামাইকা টেস্টেই ৯৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মিরাজ। এরই সাথে এই নিয়ে ১৪ টেস্টের মধ্যে ৪টিতে ৫ উইকেট শিকার করার কীর্তি গড়লেন মিরাজ। শুধু তাই নয়, দীর্ঘ প্রায় চার বছর পর কোনও বাংলাদেশি বোলার হিসেবেও বিদেশের মাটিতে ৫ উইকেট তুলে নেয়ার নজীর রাখলেন তিনি।

২০১৪ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই কিংস্টনে ১৩৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। তার আগের বছর স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ৫ উইকেট নিয়েছিলেন ডানহাতি পেসার রবিউল ইসলাম।

রবিউলের আগে আরও চার বছর আগে অর্থাৎ ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে পেসার রুবেল হোসেন ৫ উইকেট তুলে নিতে সক্ষম হন। একই বছর লর্ডসের মাটিতে ইংলিশদের মুখোমুখি হয়ে এই কীর্তি গড়েন পেসার শাহাদাত হোসেন।

দেখে নিন বিদেশের মাটিতে টেস্টে সর্বশেষ ৫ উইকেট শিকার করা বোলারের তালিকা-

১। মেহেদি হাসান মিরাজ*- জ্যামাইকাঃ ২০১৮ সাল

২। তাইজুল ইসলাম- কিংস্টন- ২০১৪ সাল

৩। রবিউল ইসলাম- হারারেঃ ২০১৩ সাল

৪। রুবেল হোসেন- হ্যামিল্টনঃ ২০১০ সাল

৫। শাহাদাত হোসেন- লর্ডসঃ ২০১০ সাল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে