ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রোনালদোর অনুরোধে জুভেন্টাসে “গ্রান্ড প্রেজেন্টেশন” বাতিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৪ ০০:০৯:৪০
রোনালদোর অনুরোধে জুভেন্টাসে “গ্রান্ড প্রেজেন্টেশন” বাতিল

রিয়াল মাদ্রিদের পেরেজের কাছে আবেগের কোন মূল্য নেই। তিনি ব্যবসাটাই ভালো বুঝেন। এর আগেও ক্যাসিয়াস,পেপে,মোরাতা বা হামেস কে বিক্রি করতেও দ্বিতীয় বার ভাবেন নি। রোনালদোর ক্ষেত্রেও তাই। ইকার ক্যাসিয়াস কিংবা হামেস এর চোখের জল পেরেজের ব্যবসার চিন্তাকে বিন্দু পরিমাণ টলাতে পারেনি।

রিয়াল মাদ্রিদের হয়ে গত ৯ বছরে ৪৫১ গোল রোনালদোর। গড়ে প্রতি বছর ৫০ টি করে গোল! রোনালদোর রিপ্লেসমেন্ট পাওয়া সত্যিই কঠিন। বিশ্বকাপ থেকে বাদ পড়ে লাইমলাইট থেকে সরে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রথম সেমি ফাইনাল শুরুর ঠিক ১ ঘন্টা আগেই ট্রান্সফারের ঘোষণা দিয়ে আবারও লাইমলাইটে আসেন রোনালদো।

জুভেন্টাস অতি আদরেই বরণ করে নিতে প্রস্তুত রোনালদোকে। জুভেন্টাস মাঠ ভর্তি দর্শকদের সামনে গ্র‍্যান্ড প্রেজেন্টেশনের মাধ্যমে তাকে বরণ করে নিতে চেয়েছিলো। অনেকের মতে, এটা ৯ বছর আগের রিয়ালের প্রেজেন্টেশন থেকেও আকর্ষণীয় হতে পারে। কিন্তু রোনালদোর অনুরোধে সোমবার তাকে আর দশটা সাধারণ প্লেয়ারের মতই প্রেজেন্ট করা হবে, মাঠে থাকবে না কোন দর্শক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে