ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

অলআউট হলো ওয়েস্ট ইন্ডিজ দেখুন স্কোর...

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৩ ২২:৫৪:৩৫
অলআউট হলো ওয়েস্ট ইন্ডিজ দেখুন স্কোর...

গতকালকে অপরাজিত থাকা রোস্টন চেজ কে ২০ রানে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপরই উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ৩১৮ রান এর মাথায় উইকেট তুলে নেন তিনি। এর পরের ওভারেই এসে অভিষিক্ত কিমো পল কে আউট করেন মিরাজ। পরের বলে মিগুয়েল কামিন্স কে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও করতে পারলেন না মেহেদী।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ উইকেটে হারিয়ে ৩৫৪ সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ দল।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ দল। শুরুতে চাপে পড়লে দিন শেষে তারা ৪ উইকেটে সংগ্রহ করে ২৯৫ রান। টানা ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্রেইগ ব্র‍্যাথওয়েট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচে জ্যামাইকাতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ দল। একাদশে রুবেল হোসেনের পরিবর্তে জায়গা পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। শুরুতেই দুই পাশ থেকে থেকে স্পিনারদের দিয়ে আক্রমণ চালান অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ৯ রানের মাথায় সাফল্য তুলে আনেন মেহেদী হাসান মিরাজ।

ডেভন স্মিথকে মমিনুল হকের হাতে ক্যাচ আউট করেন মিরাজ। এরপর এই ৫১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন ব্র‍্যাথওয়েট এবং পাওয়েল। পাওয়েলকে ২৯ রানে এলবিডাব্লিউর ফাঁদে ফেলান মেহেদী হাসান মিরাজ। কিন্তু এরপরে আরও বিধ্বংসী রূপ ধারণ করেন শাই হোপ এবং ব্র‍্যাথওয়েট।

তাদের ৭৯ রানের পার্টনারশিপ ভাঙলেন তাইজুল ইসলাম। ২৯ রান করে আউট শাই হোপ। দুর্দান্ত একটি নেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। কিন্তু গল্পটা এখনো বাকি ছিল শিমরন হেটমেয়ার কে সাথে নিয়ে ১০৯ রানের পার্টনারশিপ গড়েন ব্র‍্যাথওয়েট।

সেঞ্চুরি করে ১১০ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন ব্র‍্যাথওয়েট। দিনশেষে শিমরন হেটমেয়ার ৮৪ এবং রোস্টন চেজ ১৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ তিনটি এবং তাইজুল ইসলাম একটি উইকেট লাভ করেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র‍্যাথওয়েট, ডেভন স্মিথ, কাইরন পাওয়েল, শাই হোপ, রোস্টন চেজ, শিমরন হেটমেয়ার, শেন ডাওরিচ, জেসন হোল্ডার (অধিনায়ক), কিমো পল, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব অাল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, কামরুল ইসলাম।

খেলাটি সরাসরি দেখতে এখানেক্লিককরুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে